এইদিন ওয়েবডেস্ক,সাসারাম(বিহার),৩০ এপ্রিল : গত মাসে বিহারের সাসারাম জেলায় রামনবমীর শোভাযাত্রায় পাথরবাজির ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল । ওই ঘটনায় প্রাক্তন বিজেপি বিধায়ক জওহর প্রসাদকে গ্রেফতার করেছে সাসারামের পুলিশ । বিজেপি অভিযোগ তুলেছে সংখ্যালঘুদের খুশি করতেই তাদের দলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে । অন্যদিকে প্রসাদের গ্রেপ্তারের বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তদন্তকারীরা তাদের কাজ করছেন এবং পুলিশের তদন্তে হস্তক্ষেপ করবেন না ।
জওহর প্রসাদ সাসারাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ৫ বার বিধায়ক হয়েছিলেন । শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রোহতাস আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল । গত ৩১ মার্চ ও পয়লা এপ্রিল সাসারাম,রোহতাস,নালন্দা ও বিহার শরীফে রামনবমীর শোভাযাত্রায় পাথরবাজিকে কেন্দ্র ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল । সংঘর্ষে একজন নিহত হয় । ঘটনার পর পুলিশের বিরুদ্ধে একতরফা ধরপাকড় করার অভিযোগ তুলেছিল এলাকার হিন্দু ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি । এই ঘটনায় ইতিমধ্যেই ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এবার দলের এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি । বিজেপি দাবি করেছে যে জওহর প্রসাদকে গ্রেফতার করে নিতীশ কুমার আদপে মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করছেন ।।