এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ জুলাই : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুটি রাজ্য হরিয়ানা ও গোয়ার রাজ্যপাল পরিবর্তন করেছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে একজন নতুন উপ-রাজ্যপালও দিয়েছেন। সোমবার (১৪ জুলাই ২০২৫) রাষ্ট্রপতি ভবন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এই তথ্য দেওয়া হয়েছে । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপ-রাজ্যপাল পদ থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডঃ বিডি মিশ্রের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ করা হয়েছে।
অধ্যাপক অসীম কুমার ঘোষ হবেন হরিয়ানার নতুন রাজ্যপাল। তিনি একজন রাজনৈতিক চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। বান্দারু দত্তাত্রেয়ের স্থলাভিষিক্ত হিসেবে তাঁকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সাথে, গোয়াও অশোক গজপতি রাজুর রূপে একজন নতুন রাজ্যপাল পেয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুকে পিএস শ্রীধরন পিল্লাইয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে।
অসীম কুমার ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন । তার কার্যকাল ছিল ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’পশ্চিমবঙ্গবাসীর জন্য এক গর্বের উজ্জ্বল মুহূর্ত! ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহাশয়ার পক্ষ থেকে আজ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রী অসীম কুমার ঘোষ মহাশয়কে হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে — এটি আমাদের রাজ্যের জন্য এক অসাধারণ সম্মানের বিষয়। বিশিষ্ট অধ্যাপক মাননীয় অসীম বাবু ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছিলেন। তাঁর বিশাল অভিজ্ঞতা ও রাষ্ট্রচিন্তার পরিচয় এর আগেও বহুবার আমাদের অনুপ্রাণিত করেছে। আমি তাঁকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্ব হরিয়ানা রাজ্যের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রইল।’।

