এইদিন ওয়েবডেস্ক,সাও পাওলো,০৪ জুন : বরাত জোরে ছিনতাইকারীদের হাত থেকে প্রাণে বাঁচলেন বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডারের এমারসন রয়েল (emerson royal) । ছুটি কাটানোর জন্য তিনি নিজের দেশ ব্রাজিলে রয়েছেন । শুক্রবার রাতে পরিবার পরিজন নিয়ে সাও পাওলোর একটি হোটেলে নৈশভোজ করতে গিয়েছিলে । শনিবার ভোর তিনটের দিকে হোটেল ছাড়েন এমারসন । আর তখনই ছিনতাইকারীদের কবলে পড়েন টটেনহাম হটস্পারের এই তারকা ।
ঘটনার বিবরণে জানা গেছে, হোটেলের বাইরে আসার পর এক পুলিশ কর্মকর্তা তার সাথে সেলফি তোলার আবদার করেন । তিনি না করেননি । সেলফি পর্ব শেষে গাড়িতে উঠছিলেন এমারসন । এমন সময় অস্ত্র হাতে কয়েকজন ছিনতাইকারী এমারসনের পথ আটকায় । ছিনতাইকারীরা তাঁকে কাছে থাকা টাকা পয়সা বের করে দিতে বলে । সেই সময় এমারসনের সঙ্গে সেলফি নেওয়া পুলিশ আধিকারিক ছিনতাইকারীর উদ্দেশে গুলি চালানো শুরু করেন । পক্ষের মধ্যে মোট ২৯ রাউন্ড গুলি বিনিময় হয় । গুলিবিদ্ধ হয় এক ছিনতাইকারী। তাকে হাসপাতালে ভর্তি করা হয় । জীবন বাজি রেখে প্রাণ বাঁচানোর জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক এমারসন রয়েল ।।