এইদিন ওয়েবডেস্ক,কুইন্সল্যান্ড,১৫ মে : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) । শনিবার রাতে তিনি একাই গাড়ি চালিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই পথ দূর্ঘটনাটি ঘটে । কুইন্সল্যান্ড পুলিশ (Queensland Police) এক বিবৃতি দিয়ে জানিয়েছে,শনিবার রাত ১১টার পর হার্ভে রেঞ্জ রোড(Hervey Range Road) দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যালিস রিভার ব্রিজের(Alice River Bridge) কাছে আসতেই অ্যান্ড্রু সাইমন্ডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দেয় । জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসকে বাঁচানো যায়নি ।
প্রাক্তন সতীর্থ শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করে অ্যান্ড্রু সাইমন্ডস টুইট করেছিলেন, ‘ একটি খারাপ স্বপ্ন । আর কখনও আপনাকে দেখতে পাব না । ওয়ার্ন পরিবারের সকলেত প্রতি ভালোবাসা, আমি নির্বাক ।’ এর ঠিক দুই মাসে মাথায় মাত্র ৪৬ বছর বয়সে দূর্ঘটনায় মৃত্যু হল অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের । সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু’বার বিশ্বকাপও জিতেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন । নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪ টি উইকেট।
সাইমন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এর পর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি । অবসরের পর টাউনসভিলে সপরিবারে বসবাস করছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস ।।