এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : গাছ নষ্টের প্রতিবাদ করায় পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বন আধিকারিকের উপর হামলার ঘটনা ঘটেছে আজ সোমবার দুপুরে । আউশগ্রামের আদুরিয়া বিট অফিসার পিনাকী ভট্টাচার্যকে স্ক্রু ড্রাইভার দিয়ে একজন ট্রাক্টরের চালক হামলা চালায় বলে অভিযোগ । ওই বন আধিকারিক এনিয়ে স্থানীয় থানায় শেখ খোকন মল্লিক নামে ওই ট্রাক্টর চালকের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন ।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে,দিন তিনেক আগে আদুরিয়া বিট এলাকাতে শুকনো পাতা ও ডালপালায় আগুন ধরে দাবানলের সৃষ্টি হয় । প্রচুর গাছ পুড়ে যায় । তারপর থেকেই নিজের এলাকায় নজরদারি বাড়ান বিট অফিসার পিনাকী ভট্টাচার্য । আজ সোমবারও যথারীতি একজন সহকর্মীকে সাথে নিয়ে রুটিন মাফিক টহল দিতে বেড়িয়েছিলেন তিনি । সেই সময় অমরপুর অঞ্চলের গেরাই গ্রামের কাছে পিনাকীবাবু দেখতে পান রাস্তার মাঝে আড়াআড়ি ট্রাকটরের ট্রলি দাঁড় করিয়ে বনবিভাগের জমির উপর আবর্জনা ফেলছেন গেরাই গ্রামেরই বাসিন্দা শেখ খোকন মল্লিক নামে ওই যুবক। এমনকি তার ট্রাকক্টরের ধাক্কায় একটি গাছেরও ক্ষতিও হয় । যেকারণে প্রতিবাদ করেন পিনাকীবাবু৷ আর সেই অপরাধে ট্র্যাক্টরে রাখা একটি স্ক্রু ড্রাইভার নিয়ে পিনাকীবাবু দিকে তেড়ে আসে শেখ খোকন মল্লিক ৷ হুমকি দেওয়ার পাশাপাশি সে ধাক্কাধাক্কিও করে। তারই মাঝে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করলে পিনাকীবাবু নিজেকে বাঁচাতে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করেন । কিন্তু স্ক্রু ড্রাইভারের আঘাতে আধিকারিকের হাত কেটে রক্তাক্ত হয়ে যায়৷ ইতিমধ্যে শেখ খোকন মল্লিকের বাড়ির লোকজন ছুটে এসে তাকে আটকালে রক্ষা পেয়ে যান পিনাকীবাবু ।
জানা গেছে,পিনাকীবাবুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়৷ এরপর থানায় গিয়ে তিনি হামলাকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন । যদিও এখনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।।