দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ভাগিরথীতে দ্রুত হারে কমে যাচ্ছে গাঙ্গেয় ডলফিন বা শুশুকের সংখ্যা । আর ডলফিন কমে যাওয়ার মূল কারন ভাগিরথীর জলে পেতে রাখা মৎস্যজীবিদের জাল । এবার ওই জালের ফাঁদ থেকে ডলফিন রক্ষায় উদ্যোগী হল বনদপ্তর ৷ শনিবার এনিয়ে কেতুগ্রামের উদ্ধারনপুরে একটি বৈঠক করেছে বনদপ্তরের আধিকারিকরা । ওই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বনদপ্তরের এডিএফও সোমনাথ চৌধুরী,কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ্য শ্যামাপ্রসন্ন লোহার এবং কাটোয়া মহকুমা এলাকার মৎস্যজীবিরা । ওই বৈঠকেই ‘ডলফিন মিত্র ক্লাব’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে । সোমনাথবাবু বলেন,’বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,নদীতে মাছ ধরার সময় যদিও মৎস্যজীবিদের জালে ডলফিন আটকে যায় তাহলে তারা দ্রুত বনদপ্তরকে খবর দেবে । আর যদি মৎস্যজীবিদের জালের কোনো ক্ষতি হয় তাহলে বনদপ্তরের তরফ থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে ।’
উল্লেখ্য,বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে কাটোয়ায় ১১৬ টি ডলফিনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল কাটোয়ায় । কিন্তু বর্তমানে তা মাত্র ৪০-এ নেমে এসেছে । এনিয়ে উদ্বিগ্ন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইণ্ডিয়া । রবিবার সংগঠনের একটি সমীক্ষক দল কেতুগ্রামে এসেছিলেন । তাঁরা দ্রুত হারে ডলফিন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারন খুঁজতে স্থানীয় জেলেদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ।।