এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম, ১৯ আগস্ট : শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে ভারতের সাহায্য চাইলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী । পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দিলেন নূপুর শর্মা ইস্যুতে যখন বিভিন্ন দেশ মন্তব্য করছিল তখন বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি । বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন । অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন,’আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেজন্য শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’
পাশাপাশি তিনি নূপুর শর্মার নাম না করে বলেন, ‘কিছু দিন আগে তাদের দেশেও এক ভদ্রমহিলা কিছু বলেছিলেন । সেসময় আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা একটা শব্দও বলিনি । আমি বলেছি, এই ধরনের প্রটেকশন আমরা আপনাদের দিয়ে যাচ্ছি। সেটা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি একটু কথা বলি তখন উগ্রবাদীরা আরও সোচ্চার হয়ে আরও বেশি বেশি কথা বলবে ।
আমার দেশে কিছু দুষ্ট লোক আছে, কিছু উগ্রবাদী আছে । আমরা ওই বিষয়ে কিছু বললে তাদের জন্য
আমাদের দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত হত, স্থিতিশীলতা ব্যাহত হত ।’।