• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“তৃণমূলের কাছে-মেয়েরা-চাহিদা মাত্র” : উলুবেড়িয়ার সরকারি হাসপাতালের তরুনী চিকিৎসক নিগ্রহের ঘটনায় TMC-এর নতুন নামকরণ করে শাসকদলকে ধিক্কার জানালেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
October 22, 2025
in কলকাতা, রাজ্যের খবর
“তৃণমূলের কাছে-মেয়েরা-চাহিদা মাত্র” : উলুবেড়িয়ার সরকারি হাসপাতালের তরুনী চিকিৎসক নিগ্রহের ঘটনায় TMC-এর নতুন নামকরণ করে শাসকদলকে ধিক্কার জানালেন শুভেন্দু অধিকারী 
ছবি : সৌজন্যে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল ।
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ অক্টোবর : সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের এক তরুনী চিকিৎসকের শ্লীলতাহানি-মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে শেখ বাবুলাল নামে ট্র্যাফিক গার্ডের এক অস্থায়ী পুলিশ কর্মীর বিরুদ্ধে । শুধু তাইই নয়,তরুনী চিকিৎসকের যৌনাঙ্গ দিয়ে রড ঢোকানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ । অভিযুক্তের সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতার কিছু প্রমান এক্স-এ পোস্ট করে তৃণমূল কংগ্রেসের নতুন নামকরণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন,”T – তৃণমূলের কাছে, M – মেয়েরা এবং C – চাহিদা মাত্র” । এনিয়ে তিনি শাসকদলকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে লিখেছেন,”ছিঃ! তৃণমূল ছিঃ!”

বাবুলাল তৃণমূলের ‘ফুল-টাইম’ কর্মী বলেও জানা গেছে । এই ঘটনায় আক্রান্ত তরুনী চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । এদিকে ঘটনার তীব্র সমালোচনা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম “পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ, পুলিশ ব্যর্থ” বলে মন্তব্য করে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে ফোরাম বলেছে,’রাজ্য আর কতদিন দর্শক হয়ে থাকবে ?’ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘তৃণমূল সরকারের পাপ তাদের সীমা অতিক্রম করেছে।’

বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিবাদের ভাষা ছিল খুবই আক্রমনাত্মক । উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় আজ মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম একটি লিখিত বিবৃতি জারি করেছে । বিবৃতিতে লেখা হয়েছে,’ কর্তব্যরত আর এক মহিলা ডাক্তারের উপর নির্মম নির্যাতন – রাজ্য আর কতদিন দর্শক হয়ে থাকবে? ২০ অক্টোবর ২০২৫ তারিখে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাঃ ল***-এর উপর হামলা, অপমান এবং যৌন বিকৃত হুমকির ঘটনায় পশ্চিমবঙ্গ ডাক্তার ফোরাম গভীর ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করছে। এটি কোনও বিচ্ছিন্ন অপরাধ নয় – এটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে গ্রাস করে রাখা সম্পূর্ণ আইনহীনতার লক্ষণ। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলি অনিরাপদ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে ডাক্তার, নার্স এবং কর্মীরা ক্রমাগত ভয়ের মধ্যে সেবা প্রদান করেন। সরকারি হাসপাতালে তথাকথিত “নিরাপত্তা ব্যবস্থা” একটি উপহাস, যা অস্তিত্বহীন, দাঁতহীন এবং সহযোগী । আরও ভয়াবহ বিষয় হল, প্রধান অভিযুক্তদের মধ্যে পুলিশ কর্মীদের জড়িত থাকার খবর পাওয়া গেছে। আইন সমুন্নত রাখার শপথ গ্রহণকারীরা যখন জনতার অংশ হয়ে ওঠে, তখন এটি রাষ্ট্রযন্ত্রের সম্পূর্ণ নৈতিক ও প্রশাসনিক পতনকে প্রকাশ করে। কোনও ভুল না হোক – – পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয়েছে। – পুলিশ ব্যর্থ হয়েছে। বিচার বিভাগ ব্যর্থ হয়েছে। – সমগ্র প্রশাসনিক যন্ত্র তার ডাক্তারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ।’ 

শুভেন্দু অধিকারী লিখেছেন,’T – তৃণমূলের কাছে, M – মেয়েরা,C – চাহিদা মাত্র । তৃণমূলের কাছে নারী মানেই যেন দুর্বল, এই ধারণা নিয়েই আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে। এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্যে তাদের মাথায় বড় বড় হাত আছে।’ তিনি লিখেছেন,’গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূলের নেতা ও মমতা পুলিশের হোমগার্ড শেখ বাবুলালের হাতে একজন মহিলা চিকিৎসক নিগৃহীতা হয়েছেন। শোনা যায় এই শেখ বাবুলাল উলুবেড়িয়া সংখ্যালঘু সেলের সভাপতি। বিরাট নেতা, কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার সাথে ওঠাবসা আছে ওনার। ওর কীর্তি শুনুন ভিডিওতে এবং এই তৃণমূল নেতার ছবি কমেন্টে দেখুন।

যারা দিনরাত অসুস্থ মানুষের সেবা করে যান, তাদের ও ছাড়ছে না এই অসভ্য বর্বর নরকেরকীট গুলো। এরা কাউকেই রেহাই দেয় না। মানবতার মুখে চরম কলঙ্ক।এই প্রশাসনের আমলে যেখানে মা, বোন, কন্যা, নারীর প্রতি সম্মান হারিয়ে যাচ্ছে সেখানে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী’র এই পদে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। তাই আওয়াজ উঠেছে – “দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী’র পদত্যাগ” কিন্তু উনি নির্লজ্জ পদত্যাগ তো দুর সঠিক শান্তির ব্যবস্থা গ্রহণ করবেন না যেমনটা আর.জি.কর-এ করেননি। আজ সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে একজোট হয়ে দাঁড়ানোর। নারীর মর্যাদা রক্ষায়, মানবতার সুরক্ষায় ধর্ষকদের সরকারের বিদায়ী ঘন্টা বাজানোর সময় এসেছে।ছিঃ! তৃণমূল ছিঃ!’

পাশাপাশি শুভেন্দু অধিকারী উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুনী চিকিৎসকের নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত শেখ বাবুলালের সঙ্গে বেশ কিছু তৃণমূল নেতার সাথে ছবি শেয়ার করেছেন৷ একটি ছবিতে অভিযুক্তকে ২৪ নম্বর তৃণমূল কাউন্সিলর হাসিবুর রহমানের সাথে৷ একটি ছবিতে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুক্লা ঘোষের হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা গেছে । আর একটি ছবিতে উলুবেড়িয়া পুরসভার পৌরপ্রধান ও হাওড়া জেলা গ্রামীন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভয় কুমার দাসকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাতে দেখা গেছে অভিযুক্ত শেখ বাবুলালকে৷ এছাড়া তার ফেসবুক পোস্টও শেয়ার করেছেন শুভেন্দু৷ যেখানে শেখ বাবুলালকে তৃণমূলের মিছিলে হাঁটতে সভায় বক্তব্য রাখতে দেখা গেছে ।। 

T – তৃণমূলের কাছে
M – মেয়েরা
C – চাহিদা মাত্র

তৃণমূলের কাছে নারী মানেই যেন দুর্বল, এই ধারণা নিয়েই আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে। এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্যে তাদের মাথায় বড় বড় হাত আছে।

গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূলের… pic.twitter.com/Kt40Aa4L1b

— Suvendu Adhikari (@SuvenduWB) October 22, 2025
Previous Post

কাকদ্বীপে কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন : “হিন্দুরা এখনি না জাগলে আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে” 

Next Post

আইপিএল ২০২৬ : আরসিবি নাকি আরআর, কোথায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে ? 

Next Post
আইপিএল ২০২৬ : আরসিবি নাকি আরআর, কোথায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে ? 

আইপিএল ২০২৬ : আরসিবি নাকি আরআর, কোথায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে ? 

No Result
View All Result

Recent Posts

  • “ঘটনা ধামাচাপা দিতে ভাঙা কালী প্রতিমা জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো এসপি কোটেশ্বর রাও” : কাকদ্বীপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ফের বিস্ফোরক শুভেন্দু 
  • আইপিএল ২০২৬ : আরসিবি নাকি আরআর, কোথায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে ? 
  • “তৃণমূলের কাছে-মেয়েরা-চাহিদা মাত্র” : উলুবেড়িয়ার সরকারি হাসপাতালের তরুনী চিকিৎসক নিগ্রহের ঘটনায় TMC-এর নতুন নামকরণ করে শাসকদলকে ধিক্কার জানালেন শুভেন্দু অধিকারী 
  • কাকদ্বীপে কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন : “হিন্দুরা এখনি না জাগলে আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে” 
  • স্বামী দ্বিতীয় নিকাহ করে তালাকনামা পাঠিয়েছে, অভিমানে আত্মঘাতী নও মুসলিম নারী, দেহ নিতে অস্বীকার করল বাপের বাড়ি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.