এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২১ সেপ্টেম্বর : পাকিস্থানের ইতিহাসে এই প্রথমবার কোনও হিন্দু মেয়ে দেশের প্রশাসনিক পদে নিযুক্ত হতে চলেছেন । পাকিস্তানের শিকারপুরের বাসিন্দা ২৭ বর্ষীয়া ডঃ সানা রামচাঁদ গুলওয়ানি (Dr Sana Ramchand Gulwani) হলে দেশের প্রথম হিন্দু মেয়ে যিনি পাকিস্থানের সব থেকে কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত Central Superior Services (CSS) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন । তিনি মে মাসেই পরীক্ষায় পাস করেছিলেন । চলতি মাসে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হল । উল্লেখ্য, পাকিস্তানের সিএসএস পরীক্ষা ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার অনুরূপ । পাকিস্তানে সবচেয়ে কঠিন পরীক্ষা বলে বিবেচিত এই সিএসস পরীক্ষার মাধ্যমে দেশের প্রশাসনিক সেবাতে (Pakistan Administrative Service Pakistan ) নিয়োগ করা হয় ।
পাকিস্তানের শিকারপুরের বাসিন্দা হলেও বর্তমানে করাচিতে থাকেন সানা রামচাঁদ গুলওয়ানি । পাঁচ বছর আগে বেনজির ভুট্টো মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মেডিসিন স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন সানা । এরপর তিনি সিন্ধু প্রদেশের গ্রামীণ আসন থেকে সিএসএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন । এই আসনটি পাকিস্তান প্রশাসনিক পরিষেবার অধীনে আসে । চলতি বছরে মাত্র ২ শতাংশ পরীক্ষার্থী এই পরীক্ষায় সফল হয়েছেন । তার মধ্যে অন্যতম সানা । আর প্রথম চেষ্টাতেই তিনি সফলতা পেয়েছেন । তবে সানা জানিয়েছেন,তাঁর বাবা-মায়ের ইচ্ছা ছিল না যে তিনি প্রশাসনিক পদে চাকরি করুন । বরঞ্চ তাঁরা একজন চিকিৎসক হিসাবে তাঁকে দেখতে চেয়েছিলেন ।।