এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১২ সেপ্টেম্বর : হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণির ‘খ’ বিভাগে তখন ইংরাজির ক্লাস চলছিল । ক্লাস নিচ্ছিলেন স্কুলের ইংরাজির শিক্ষক প্রসেনজিত্ বিশ্বাস । কিন্তু ক্লাস চলাকালীন এক ছাত্র অন্যদের উত্যক্ত করছিল । প্রসেনজিত্বাবু প্রথমে তাকে সতর্ক করেন । তারপরেও ওই ছাত্র কথা না শুনলে তাকে শিক্ষক কান ধরে ওঠবস করতে বলেন । কিন্তু সে কয়েকবার ওঠবস করার পর থেমে গেলে ছাত্রে গালে তিনি একটি চড় মারেন এবং ক্লাস থেকে বের করে দেন । এই অপরাধে পরে টিফিনের সময় ৪ – ৫ জন দুষ্কৃতী স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষককে বেদম মারধর করে । অন্য শিক্ষকরা তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন । ঘটনার পর এনিয়ে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ছাত্রের মামা শেখ বিলালসহ ২ জনকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, বাকি দুই দুষ্কৃতীর সন্ধান চলছে।
এদিকে শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের স্টাফ রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত ঘটনা রেকর্ড হয়ে যায় । পরে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । জানা গেছে,ইংরাজির শিক্ষক প্রসেনজিত্ বিশ্বাসকে শুধু মারধরই নয়,স্টাফ রুম থেকে বেরনোর সময় স্কুলের বাইরে বেরোলে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীদল । একজন অবাধ্য ছাত্রকে শাসন করার প্রতিক্রিয়ায় ছাত্রের পরিবারের এই প্রকার হিংসাত্মক আচরণ নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় ।।
ছবি : সিসিটিভি ফুটেজ থেকে স্ক্রীন শট নেওয়া ।