প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান০১ জুন : পঞ্চায়েত অফিসে ঢুকে সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ধৃতরা হলেন শেখ রমজান ও শেখ সুকুর আলি। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার পুণ্যগ্রামে। সদস্য মোল্লা মহিরুদ্দিন কে মারধোরের অভিযোগে মেমারি থানার পুলিশ মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে ।
পুলিশ জানিয়েছে, মেমারি দেবীপুর পঞ্চায়েত অফিসের সোমবায় বোর্ড মিটিং ছিল । পুন্যগ্রাম-বাগগড়িয়ার ৯ নম্বর সংসদের সদস্য মোল্লা মহিরুদ্দিন সেই মিটিংয়ে যোগদেন । অভিযোগ বোর্ড মিটিংয়ের শেষে পূণ্যগ্রামের রমজান, সুকুর আলি সহ কয়েকজন পঞ্চায়েত অফিসে ঢুকে মহিরুদ্দিনকে প্রচণ্ড মারধর করে। তাঁকে মাটিতে ফেলে পেটানো হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছালে মারধরে জড়িতরা পালিয়ে যায় । ওইদিন রাতে ঘটনার কথা জানিয়ে পঞ্চায়েত সদস্য থানায় অভিযোগ দায়ের করেন। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ দুু’ জনকে গ্রেপ্তার করে । তবে পুলিশ জামিনযোগ্য ধারায় মামলা রুজু করায় এদিন বর্ধমান আদালতের সিজেএম ধৃতদের জামিন মঞ্জুর করেন ।।