এইদিন ওয়েবডেস্ক,দোহা,১৭ নভেম্বর : রবিবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ । উদ্বোধনী ম্যাচটি খেলা হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে । ম্যাচটি শুরু হবে কাবুলের সময় রাত সাড়ে ৮ টায় । বিশ্বকাপে চারটি করে দল নিয়ে মোট ৮ টি গ্রুপ রয়েছে ৷ গ্রুপ এ-তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস। গ্রুপ সি-তে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি-তে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টিউনিসিয়া। গ্রুপ ই-তে স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। গ্রুপ এফ-এ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি-তে ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ-এ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া । গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রি-কোয়ার্টার ফাইনাল ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে । কোয়ার্টার ফাইনালের খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর । সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর । ফাইনাল ১৮ ডিসেম্বর । ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের খেলাটি হবে ।
এবারের ব্রাজিলের জয়ের সম্ভাবনা অন্য যে কোনও দেশের চেয়ে বেশি বলে মনে করা হচ্ছে । ১৯৩৩ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এযাবৎ ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিবার এই কাপে অংশগ্রহণ করেছে এবং অন্য যেকোনো দেশের তুলনায় বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে । ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল । ব্রাজিলের পরেই সম্ভাব্য বিজয়ীর তালিকায় রয়েছে আর্জেন্টিনা । আর্জেন্টিনা দু’বার বিশ্বকাপ জিতেছে ৷
এবারের কাতার বিশ্বকাপে যে ষোলটি দলের জয়ের সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি, তাদের মধ্যে চারটি আমেরিকা মহাদেশের । আর ওই দেশগুলি হল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং মেক্সিকো ।ইউরোপের এগারোটি দেশের কথা বলা হয়েছে যারা এই বিশ্বকাপ জিততে পারে । তালিকায় এশিয়ার কোনো দেশের নাম নেই ৷ আফ্রিকা মহাদেশের মধ্যে সেনেগালের নাম উল্লেখ করা হয়েছে যাদের জেতার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে ।
শেষ বিশ্বকাপ চার বছর আগে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল । চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স । এযাবৎ সতেরোটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, কিছু দেশ যেমন ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং মেক্সিকো দুইবার এই গেমস আয়োজন করেছে । এই প্রথম এশিয়ার কোনো দেশে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে ।।