এইদিন স্পোর্টস নিউজ,২৫ জানুয়ারী : টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভাঙন শুরু হয়ে গেছে ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় উপস্থিত ছিলেন না ইশতিয়াক। তিনি ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা গেছে, ইশতিয়াক তার সহকর্মীদের জানিয়েছেন, গেম ডেভেলপমেন্ট বিভাগসহ নিজের দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । তবে আসল কারন হল,টি-২০ বিশ্বকাপে ভারতে না খেলা নিয়ে বোর্ডের একাংশের অনড় মানসিকতার জন্য তিনি চরম ক্ষুব্ধ ছিলেন । এনিয়ে তাদের মতবিরোধও হয় । অবশেষে গতকাল আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দেওয়ায় ইশতিয়াক এই সিদ্ধান্ত নিয়েছেন।ইশতিয়াক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকে সেদেশের বোর্ড পরিচালকদের মধ্যে অনেক দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা শুরু হল বলে মনে করা হচ্ছে । এরপর আইসিসি যদি আরও কঠোর পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি এতদিন বিসিবির গেম ডেভলপমেন্ট প্রধানের দায়িত্বে ছিলেন।।

