এইদিন ওয়েবডেস্ক,অটোয়া,২৮ ফেব্রুয়ারী : প্রথমে ভারত,তারপর একে একে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছিল । এবার একই পথে হাঁটলো কানাডা । সাইবার নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে সোমবার একটি বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
চীনা কোম্পানি বাইটড্যান্সের তৈরি এই অ্যাপটি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে । সাইবার নিরাপত্তার কারনে সর্ব প্রথম এই চীনা অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার । ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে ভারতের পদাঙ্ক অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন । তবে টিকটক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগ অস্বীকার করেছে । তারা অ্যাপটিকে নিষিদ্ধ না করার জন্য আহ্বানও জানিয়েছিল । কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে এবার কানাডাও টিকটক অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পথে হাঁটলো ।
জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হবে। তবে নিরাপত্তার বিষয়টি নিশ্চয়তা পেলে দেশের সাধারণ মানুষও টিকটক ব্যবহার বন্ধ করতে পারেন ।’ প্রসঙ্গত,টিকটক অ্যাপের মাধ্যমে যে কেউ সহজেই ভিডিও বানিয়ে শেয়ার করে । অল্প সময়েই তা পৌঁছে যায় লাখ লাখ টিকটক ব্যবহারকারীর কাছে । ফলে অল্প দিনের মধ্যেই অ্যাপ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে । কিন্তু প্রথম থেকে ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছিল টিকটক কর্তৃপক্ষকে ।।