এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১২ মার্চ : সিএএ-র বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কেরালার সিপিএম সরকার । বিদ্যমান মামলাটি সংশোধন করা হবে কিনা তা আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে । এর আগে, বিধানসভা সর্বসম্মতভাবে সিএএ-র বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছিল। বিজেপি ছাড়া সব দলই রাজ্যে সিএএ-র বিরুদ্ধে সর্বসম্মত অবস্থান নিয়েছে।
কেরালার সিপিএমের দাবি যে শুধুমাত্র একটি ধর্মীয় গোষ্ঠীকে বাদ দেওয়া ন্যায়সঙ্গত হতে পারে না এবং এটি মৌলিক অধিকারের লঙ্ঘন ।এমনকি ১৩১ ধারায় মামলাও দায়ের করা হয়েছে। পিটিশনে আরও বলা হয়েছে যে আইনটি সংবিধানের অনুচ্ছেদ ১৪,২১, এবং ২৫ লঙ্ঘন করেছে। কেরালায় এই বিষয়ে আবেদনটি সংশোধন করা হবে কিনা তা আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আদালতের দ্বারস্থ হবে। এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে মুসলিম লীগও । শিগগিরই ওই ইসলামি সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানা গেছে ।।