এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ নভেম্বর : মুরগিতে ফসল নষ্ট করার ঘটনায় দুই পরিবারের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের আকার নিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালুত্তক গ্রাম । সংঘর্ষে আহত হয়েছে উভয় পরিবার মিলে ৩ মহিলাসহ ৫ জন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও সন্ধ্যা পর্যন্ত এনিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,কালুত্তক গ্রামের শা’পাড়ার বাসিন্দা বাসিন্দা হাসান শা, আশা শা’দের বাড়িতে কয়েকটি দেশি মুরগি আছে ৷ সেই মুরগিগুলি প্রতিবেশী রফিক শা,ওসমান শা’দের শব্জি ক্ষেতে নেমে খাবার খুঁটে খাচ্ছিল । মুরগিগুলি শব্জি নষ্ট করছে বলে দাবি করে হাসানদের বাড়িতে গিয়ে বলতে যায় রফিকদের বাড়ির মহিলারা । এনিয়ে প্রথমে দুই পরিবারের মহিলাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়৷ ক্রমে তা চুলোচুলি ও হাতাহাতিতে গিয়ে দাঁড়ায় । ইতিমধ্যে উভয় পরিবারের পুরুষরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি ঘোরালো হয়ে যায়৷ ইতিমধ্যে কোনো ভাবে ভাতার থানায় খবর চলে যায় । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংঘর্ষে মোট ৫ জন আহত হয়৷ আহতদের মধ্যে দুই মহিলার আঘাত গুরুতর হওয়ায় ভাতার গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । বাকি আহতরা অল্পবিস্তর আহত হন৷।
The report was written by Dibyendu Roy. He has been a journalist for more than two decades, previously in a newspaper and currently in the “Eidin” news portal.

