প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ মে : কোভিডের চিকিৎসায় অক্সিজেনের প্রয়োজন মেটাতে ৫ টি অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বুধবার জেলার কোভিড পরিস্থিতি নিয়ে বিশেস বৈঠক শেষে এক কথা জানালেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । তিনি জানান,৫ টি অক্সিজেন প্ল্যান্টের ২টি কালনা ও ১ টি কাটোয়ায় গড়া হবে । আর বাকি দু’টির ১ টি গড়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যটি গড়া হবে বর্ধমানে থাকা জেলার কৃষি খামারে। ।একই সঙ্গে জেলা শাসক বলেন, বর্তমানে জেলায় অক্সিজেনের অভাব নেই।তবুও অক্সিজেনের বিষয়ে চিকিসাকেন্দ্র গুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।
রাজ্যের অনান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আছড়ে পড়ে দ্বিতীয় পর্যায়ের কোভিড সংক্রমণের ঢেউ । প্রতিদিনই জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে । পাল্লা দিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে । গত ১৫ এপ্রিল জেলায় ২০২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে । ওই দিন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩২২৪। এর পরবর্তী ২৬ দিনে অর্থাৎ ১১ মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১১৮ জন । স্বাস্থ্য দপ্তরের দেওয়া এই তথ্য থেকেই পরিস্কার হয়ে গিয়েছে গত ২৬ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮৭৪ জন।অপর দিকে ১৫ এপ্রিল প্রর্যন্ত জেলায় কোভিডে মৃতের সংখ্যা ছিল ১৮০ জন । ১১ মে সেই মৃতর সংখ্যা পৌছেচে ২২৬ জনে । অর্থাৎ গত ২৬ দিনে কোভিডে আক্রান্ত হয়ে জেলায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট-ই ভাবিয়ে তোলে জেলা প্রশাসনকে। তার পরিপ্রেক্ষিতেই বুধবার জেলার কোভিড পরিস্থিতি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন জেলার প্রশাসনিক কর্তারা। বৈঠকে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়াও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি শম্পা ধাড়া, সহসভাধিপতি দেবু টুডু ,জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত থাকেন ।
বৈঠকে কোভিডের চিকিৎসায় জেলায়
অক্সিজেনের প্রয়োজন ও যোগান নিয়েও আলোচনা হয় । কারণ কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর জেলায় অক্সিজেনের যোগান নিয়ে সমস্যা দেখা দেয়। তার পরেই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অভিযান চালানো হয়। অক্সিজেন নির্মাতাদের সাথেও কথা বলা হয়। এছাড়া বর্ধমান ফুডিস ক্লাবের মত কিছু স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়োজনের সময় বিপন্ন মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেয়।এইসবের জন্যেই এখন জেলায় অক্সিজেনের যোগান ঘাটতি নেই বলেই দাবি জেলা প্রশাসনের । মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “জেলায় কোভিড বিধি মেনেই সকলকে চলতে হবে।বর্ধমানের কৃষিখামারেও কোভিডের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে“
কোভিডের চিকিৎসায় অক্সিজেনের অভাব হবে না।।