এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,৩০ জানুয়ারী : শনিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের পরপর দুটি পৃথক সংঘর্ষে জইশ-ই-মহাম্মদ কমান্ডার জাহিদ ওয়ানিসহ পাঁচ জঙ্গি খতম হয়েছে । মৃত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবা ও জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ । রবিবার পুলিশের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে,দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নাইরা এলাকায় একটি এনকাউন্টারে চারজন জঙ্গি নিহত হয়েছে । বাকি একজন মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চারার-ই-শরিফ এলাকায় গুলির লড়াইয়ের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় । এনকাউন্টার সাইট থেকে একে ৫৬ রাইফেলসহ ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার ।
তিনি এদিন ট্যুইটারে লেখেন, ‘গত ১২ ঘন্টার মধ্যে দুটি এনকাউন্টারে পাকিস্তান পরিচালিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের পাঁচ জঙ্গি নিহত হয়েছে । নিহতদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং একজন পাকিস্তানি জঙ্গিও রয়েছে । এটা আমাদের কাছে একটা বড় সাফল্য ।’।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।