এইদিন স্পোর্টস নিউজ,১৩ জানুয়ারী : স্কুল-টিউশন মিলে দিনভর ব্যস্ততার মধ্যে কাটে কচিকাঁচা পড়ুয়াদের । পাশাপাশি ক্রমবর্ধমান নগরায়নের ফলে সীমিত হয়ে যাচ্ছে খেলার মাঠ । এক সময় যে গ্রামবাংলার তরুন প্রজন্মমে কবাডি, ফুটবল,ক্রিকেটে মেতে থাকতে দেখা যেত,আজ সেই তরুন প্রজন্ম স্মার্টফোনের নেশায় বুঁদ । খেলাধুলা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্মের শারিরীক সক্ষমতা অনেকাংশে হারিয়ে যাচ্ছে । ফলশ্রুতিতে অল্প বয়সেই শরীরে বাসা বাধছে রক্ত শর্করা ও কোলেস্টেরলের মত প্রাণঘাতী ব্যাধি । তাই মূলত এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে অনবদ্য উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার প্রনবানন্দ যোগা ইউথ সেন্টারকে । সংগঠনটির উদ্যোগে দু’দিন ব্যাপী আয়োজিত হল “প্রথম গুসকরা যোগ সচেতনতা শিবির” । গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়ের ইচ্ছায় ও গুসকরা বারোয়ারিতলা সার্বজনীন দূর্গা পুজো কমিটির সহযোগিতায় রবি( ১১ জানুয়ারী) ও সোমবার(১২ জানুয়ারী) পুরসভার মাঠে এই শিবিরের আয়োজন করা হয় ।
যোগ প্রশিক্ষক সুতপা চ্যাটার্জি ও সৌম্যজ্যোতি চট্টোপাধ্যায় জানান, এই যোগ সচেতনতা শিবিরে ৬৫ জন অংশগ্রহণ করেছিলেন যাদের বয়স ৩ থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত। এই সচেতনতা শিবিরে অংশগ্রহণকারীদের যোগ ব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রাণায়াম ও মেডিটেশনের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে । প্রাথমিক স্কুল পড়ুয়াদের নিয়ে রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করা অদিতি মাঝি এই শিবিরে অংশগ্রহণ করে । রাজ্যস্তরে প্রথম হওয়ার জন্য অদিতি মাঝিকে এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানান তারা । সুতপা চ্যাটার্জি আরো বলেন,’আগামী বছর এই শিবির তিন দিনের হবে শেষ দিনে একটি যোগা প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে।।

