এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৭ নভেম্বর : সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রকে ‘মাল’ বলে সম্মোধন করেছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম । তার এই মন্তব্যের প্রতিক্রিয়া আজ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছেন, ‘একজন সিড্যুলকাস্ট পরিবারের মহিলাকে বলছে মাল ! এটা তোদের অভ্যাসেই আছে। মহিলাদের গনিমতের মাল বলে । এই চরিত্রের লোকই তো এরা । ফিরহাদ হাকিমদের চরিত্র তো এটাই । গনিমতের মাল বলে । একজন সিড্যুল কাস্ট মহিলাকে উদ্দেশ্য করে মাল উচ্চারণ করেছেন । অন্য রাজ্য হলে কোমরের দড়ি পরিয়ে পেটাতে পেটাতে ঢুকিয়ে দিত ।’
তিনি আরও বলেন,পশ্চিম বাংলার মানুষ দেখুন, বাংলার মেয়ের নামে ভোট চেয়েছিলেন, আজকে কোন লোকদের তারা চেয়ারে বসিয়েছেন । যারা একটা গৃহবধূকে, একটা বোনকে, একটা মাতৃ সমান নারীকে প্রকাশ্য সভায় মাল বলে সম্মোধন করছেন । যদি বসিরহাটের রেখা পাত্র হেরো হয়ে থাকে তাহলে নন্দীগ্রামের হেরো কি ? এসব ভাষা তো আমাদের মুখ দিয়ে বের হবে না৷ ফিরহাদ হাকিমদের মাইন্ডসেটটাই এইরকম । কখনো বলেন পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ লোককে উর্দু পড়াবো…এই ফিরহাদ হাকিম । কখনো পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে মেটিয়াবুরুজ গার্ডেনরিচে নিয়ে গিয়ে বলেন ‘ইহ্যা ভি এক মিনি পাকিস্তান হ্যায়’ । কখনো আক্রমণ করেন সনাতনীদের আবার বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চান, আমাদের চাপে । এইতো ওর ক্যারেক্টার।’
তিনি বলেন,’এনিয়ে একাধিক থানায় মামলা হয়েছে । ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন বিষয়টি দেখছেন। সিডিউল কাস্ট কমিশনও অভিযোগ হয়েছে । আমরা দেখব যদি পুলিশ পদক্ষেপ না নেয় তাহলে সন্দেশখালীর মা ও বোনেদের দিয়ে, যারা আজ সন্দেশখালি থানায় লাইন দিয়ে জেনারেল ডায়েরি করেছেন, তাদেরকে নিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবো ।’ তিনি রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘মহিলারা দেখুন, মহিলারা বুঝুন । রাজ্যের মহিলারা ভাতা, ভিক্ষার কাছে আত্মসমর্পণ করবেন নাকি আর জি করের ডাক্তার-বোনের ঘটনার হিসাব নেবেন, সেটা মহিলারাই ঠিক করুন।’
মেদিনীপুরে উপ নির্বাচনে কেমন ফলাফল আশা করছেন এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জনজাতি, কুর্মী সমাজ বিজেপিকেই ভোট দেবে ৷ তবে আমি সংখ্যালঘুদের কথা বলবো না৷ কারণ তারা বিজেপিকে হিন্দুত্ববাদীদের দল বলে মনে করে । তারা মোদীজীর রেশন নেবে, মোদীজীর শৌচালয় নেবে, মোদীজির আবাস নেবে, মোদীজীর ভ্যাকসিন নেবে , কিন্তু আপনি যখন ওদের পাড়ায় ঢুকবেন বলবে ‘জয় শ্রীরাম আয়া হ্যায় রে’ । বাকি সব ‘হামারা অধিকার হ্যায়’ । তাই ওদের কথা আমি বলতে পারব না৷ দিলে ভালো ।’
রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সাফ করে দেবেন বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন,’বেশিদিন লাগবে না, মমতার আর মাস ১৫ আছে । ডেজস্ আর নাম্বার… কাউন্টিং স্টারটেড । ডিসেম্বর শেষ ২৪ শেষ, ২০২৫ সালটা হাতে আছে, ২০২৬ সালের তুলে ফেলে দেব ৷ নন্দীগ্রামে দিয়েছি… পূর্ব মেদিনীপুরে সাফ করেছি… বাকি রাজ্যটাও সাফ করে দেবো ।’ তিনি বলেন,’পূর্ব মেদিনীপুরে কোলাঘাট থেকে দীঘার কোথাও তৃণমূল নেই । ১৬ টা বিধানসভার মধ্যে পনেরোটাতে লিড আছে বিজেপি । ৪৬ শতাংশ ভোট পেয়েছি । অভিজিৎ গাঙ্গুলী কে জিতেছে ৮০ হাজারে, সৌমেন্দু কে জিতিয়েছি প্রায় ৫০০০০-এ । বাকিটাও সাফ করে দেবো । এই জায়গা আমার জায়গা। আমি এখানকার আত্মীয় । প্রত্যেকে আমায় ভালোবাসে এবং আমার সম্পর্কে জানে ।’
বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভায় বিজেপির মনোনীত প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)-এর সমর্থনে আজ সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী৷ তিনি পথচারী মহিলাদের আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা স্মরণ করিয়ে দেন । পুরুষদের স্মরণ করিয়া দেন দুর্গা পূজো থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত একের পর এক প্রতিমা ও প্যান্ডেল ভাঙচুর করার ঘটনার কথা। প্রচার শেষে মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ।।