এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্যের চিত্র তুলে ধরতে প্রখ্যাত কবি অতুল প্রসাদ সেন রকম রচনা করেছিলেন,“নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান” । কিন্তু তার সেই কালজয়ী কবিতা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কন্ঠে হয়ে উঠল হাস্যরসের খোরাক ৷ তিনি জনসভায় ওই কবিতাটি ভুলভাবে উচ্চারণ করে বলেন,”নানা ভাষা নানা মত নানা অবিধান, বিবিধের মাঝে দেখো মদন…মোহান” । ফিরহাদ হাকিমের কবিতা শুনুন 👇
বিজেপি নেতা সজল ঘোষ ভিডিওটি ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন,’এরা আবার ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে, এই মানুষটিই একদিন বলেছিলেন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন। এই মানুষটিই বলেছিলেন যারা হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে তারা সব হতভাগ্য l ভুলে যেওনা বাঙালি।’ ভিডিওটির ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘মদন তো সত্যই মহান’ এবং ‘কবি যদি এটা শুনতেন তাহলে অবশ্যই আজ শহীদ হতেন’ ।
প্রসঙ্গত,আজ কলকাতার ধর্মতলাতে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর কথিত নিপিড়নের অভিযোগ তুলে সরব কয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বাঙালি অস্মিতা রক্ষায় দ্বিতীয় ভাষা আন্দোলন শুরু করারও হুমকি দেন তিনি । কিন্তু তার সরকারের এক ক্যাবিনেট মন্ত্রীর একটা জনপ্রিয় কবিতার এহেন ভুল উচ্চারণে প্রশ্ন তুলছেন অনেকে।।

