দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : পাচারের আগেই এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে হাতেনাতে ধরল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ । ধৃত যুবককে পুলিশ উত্তর ২৪ পরগণা জেলার দত্তপুকুর এলাকার বাসিন্দা সন্দীপ সেন(২৭) বলে চিহ্নিত করেছে । মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়ার দাঁইহাট শহরের পাইকপাড়ার কাছে তাকে গ্রেফতার করা হয় । আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে দাঁইহাটের কাউকে ওই আগ্নেয়াস্ত্র দেওয়ার কথা ছিল ধৃত যুবকের । জেরায় ধৃত যুবক কবুল করেছে যে হলুদ গেঞ্জি পরা এক ব্যক্তি এসে তিনটি আঙ্গুল তুলে সঙ্কেত দেওয়ার পরেই আগ্নেয়াস্ত্রটি হস্তান্তর করার কথা ছিল তার । কিন্তু তার আগেই পুলিশ চলে যাওয়ায় তাদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে ক্রেতা কে এবং এই চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানার চেষ্টা চলছে ।
জানা গেছে,রাস উৎসবের কারনে বর্তমানে দাঁইহাট শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে । আর ভিড়ের সূযোগ নিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল আগ্নেয়াস্ত্র পাচার চক্রটি । কাটোয়া থানার পুলিশের একটি টহলদারি ভ্যান মঙ্গলবার সন্ধ্যায় পাইকপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় উত্তর ২৪ পরগণা জেলার ওই যুবককে একটি থলি হাতে যেতে দেখে । সন্দেহ হওয়ায় পুলিশ তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু সে অসংলগ্ন কথাবার্তা বলায় পুলিশ তার ব্যাগে তল্লাশি চালায় । আর তখনই ব্যাগের মধ্যে একটি আগ্নেয়াস্ত্র নজরে পড়ে পুলিশের । সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে থানায় আনা হয় ।।