প্রদীপ চট্টোপাধ্যায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ আগস্ট : ডাকাতির ঘটনায় হেফাজতে থাকা ৩ দুষ্কৃতিকে জেরা করে একটি আগ্নেআস্ত্র, ৫ রাউণ্ড কার্তুজ,ডাকাতি করা সোনা ও রূপোর গহনা,একটি রুপোর থালা ও বেশ কিছু টাকা করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । রবিবার রাতে মেমারি থানা এলাকায় ডাকাত দলের একটি ডেরায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র,গুলিসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । প্রসঙ্গত,গত ১৪ আগস্ট কাটোয়ার মেজিয়ারি গ্রামের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক উত্তম মণ্ডল ও পাজোয়া মোড়ের বাসিন্দা মানব দাসের বাড়ির একাধিক তালা ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে । দুই বাড়ি মিলিয়ে নগদসহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা ।
ঘটনার তদন্তে নেমে ২২ তারিখে মেমারির একটি বাড়ি থেকে ২ জনকে ও শক্তিগড় এলাকা থেকে একজনকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । ধৃতদের নাম নবিরুল হাসান খান, নাজিমুদ্দিন মল্লিক ও শেখ আজিজুল । ধৃতদের মধ্যে আজিজুল ও নাজিমুদ্দিনের বাড়ি যথাক্রমে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় ও কাটোয়া থানার নতুনগ্রামে । প্রথম জন নদিয়া জেলার বালিডাঙ্গা এলাকার বাসিন্দা । তবে তারা পূর্ব বর্ধমানের মেমারি শহরের একটি বাড়িতে ভাড়া থাকতো বলে পুলিশ সুত্রে খবর ।
অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ধ্রুব দাস জানিয়েছেন, ধৃত তিনজনকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে মেমারি এলাকায় অভিযান চালানো হয় । সেখান থেকে একটি ওয়ান সার্টার পিস্তল ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে । এছাড়া বেশ কিছু সোনা ও রূপোর গহনা,একটি রুপোর থালা ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ।।