জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,১৬ অক্টোবর : দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর দমকল বিভাগের টোল ফ্রি নম্বর ১০১ এ ফোন যাচ্ছে না । বুনিয়াদপুর দমকল বিভাগের আধিকারিকদের অভিযোগ বারবার জেলাশাসক,মহকুমাশাসক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এই সমস্যার সুরাহা হয়নি। কোন এক অজানা কারণে এই সমস্যা সমাধানে উদ্যোগই হয়নি প্রশাসন এমনটাই অভিযোগ ।
জানা গেছে,দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী, হরিরামপুর, কুশমন্ডি প্রভৃতি ব্লকের অন্তর্গত গ্রামগুলি বুনিয়াদপুর দমকল বিভাগের উপর নির্ভরশীল । ওই বিস্তীর্ণ এলাকায় কোথাও ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চরম বিপাকে পড়তে হচ্ছে তাঁদের । ছোট খাটো অগ্নিকান্ডে গ্রামবাসীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রনে আনলেও বড়সড় ঘটনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দেখা কোনো উপায় থাকে না । কোনোভাবে খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে এলেও তার আগে যা ক্ষতি হওয়ার হয়ে যায় । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
স্থানীয় বাসিন্দা হীরক জ্যোতি মহন্ত জানান,নির্দিষ্ট কোম্পানির গ্রাহকরাই শুধু দমকলের এমার্জেন্সি নম্বর ১০১ এ ফোন করতে পারছেন । কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে এলাকার সিংহভাগ মানুষই বুনিয়াদপুর দমকল বিভাগের টোল ফ্রি নম্বরে ফোন করে পাচ্ছেন না । ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের । যে কোনো সময় বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে ।
এই প্রসঙ্গে দমকল বিভাগের আধিকারিক বাপন দাস বলেন “এটি একটি মারাত্মক অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে জানিও সমস্যার সমাধান হয়নি। আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে সমস্যার সমাধান উদ্যোগী হবে ।’।