এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ জুলাই : মালদা জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার । আজ সকাল সাতটা নাগাদ ভবনের চার তলায় আগুন ও ধোঁয়া দেখতে পান আশপাশের লোকজন। খবর দেওয়া হয় দমকল অফিসে । এরপর ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করর দমকল বাহিনী । আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল আধিকারিক তীর্থঙ্কর দাস । তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ।
স্থানীয় সূত্রের খবর, মালদা জেলা আদালত ভবনের চারতলায় জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সেকশনে এই আগুনের সূত্রপাত । আজ সকালে চার তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের লেলিহান্ট শিক্ষা দেখতে পায় স্থানীয় লোকজন । খবর পেয়ে কি কে আসেন জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা । অরুণবাবু জানান,তারা এসে দমকল বাহিনীকে ফোন করে ঘটনার কথা জানান । এরপর দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে । তিনি আরও জানান, সোমবার একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা হচ্ছিল। সেকারণেও আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন তিনি ।
এদিকে দমকল আসার আগেই একাধিক গুরুত্বপূর্ণ নথি ভস্মীভূত হয়ে যায়। তবে শর্ট সার্কিট বা এসির কোনও সমস্যা নাকি অন্য কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।।

