এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ ফেব্রুয়ারী : ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল কলকাতার গার্ডেনরিচ এলাকায় । আগুনে ভস্মীভূত হয়ে গেছে সিএসসির পাওয়ার হাউসের একাংশ,৪ টি দোকান,১০ টি ঝুপড়ি ও একটি ছয় চাকা লরি । আগুন নেভানোর কাজ করছে দমকলবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে,গার্ডেনরিচ থানার কিছুটা পাশেই রয়েছে সিএসসির পাওয়ার হাউস । বুধবার সকালে প্রথমে পাওয়ার হাউসে আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে কিছুটা পাশেই দাঁড়িয়ে থাকা একটি লরিতে । পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু দোকানপাট ও একটি বস্তি । ক্রমে দোকান ও বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে । নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ৪ টি দোকান ও বস্তির ১০ টি ঝুপড়ি ঘর ।
দেখুন ভিডিও 👇
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাচটি ইঞ্জিন । দমকলবাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে । কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার ধারন করেছিল যে আগুন নেভাতে গিয়ে হিমসম খেতে হয় দমকলবাহিনীকে । প্রাথমিকভাবে দদমকলবাহিনীর অনুমান সিএসসির পাওয়ার হাউসে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত । উল্লেখ্য,পাওয়ার হাউজের মধ্যে সিএসসির কর্মীরাও থাকেন । ঘটনার সময় বেশ কিছু কর্মীও সেখানে মজুত ছিল । তবে সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর নেই ।।