এইদিন ওয়েবডেস্ক,সেকেন্দ্রাবাদ,১৩ সেপ্টেম্বর : তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ শহরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে সোমবার রাতে । শহরের একটি হোটেলের নিচেই রয়েছে বৈদ্যুতিক বাইকের চার্জিং স্টেশন । আর ওই চার্জিং স্টেশনে আগুন লেগে এযাবৎ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । শোরুম থেকে বের হওয়া ধোঁয়ায় গোটা ভবনটা গ্রাস করে নেয় । দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হলে হোটেলের লোকজন পালানোর জন্য ছোটাছুটি শুরু করে দেয় । অনেকে হোটেল থেকে নিজে লাফিয়ে পড়ে । আগুনে পুড়ে মারা গেছে বহু মানুষ, আবার ভবন থেকে লাফিয়ে পড়ার ঘটনায় আহতও হয়েছেন অনেকে। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে জানা গেছে । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
জানা গেছে,সেকেন্দ্রাবাদ শহরে রুবি ইলেকট্রিক স্কুটারের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । সেকেন্দ্রাবাদ পাসপোর্ট অফিসের কাছেই রয়েছে ওই শোরুমটি । শোরুমের উপরে একটি হোটেলও রয়েছে । হায়দরাবাদের কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন,বৈদ্যুতিক স্কুটার রিচার্জিং ইউনিটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়, যার ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। অনেকে ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন । শোরুমের উপরে হোটেলে অনেক লোক আটকা পড়েছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে । শর্ট সার্কিটের কারণেই আগুনের সুত্রপাত বলে অনুমান করা হচ্ছে বলে তিনি জানান ।।