এইদিন ওয়েবডেস্ক,দেওয়ানদিঘি(বর্ধমান),০৮ ডিসেম্বর : বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের একটি বালাপোশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে । আগুনে বালাপোশ তৈরির উপকরণ,মেশিন ও আসাববাপত্র মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক ।
জানা গেছে,২০১৩ সাল থেকে দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামে বালাপোশ তৈরির কারখানা চালাচ্ছেন ভিন রাজ্যের বাসিন্দা রাম বালক নামে এক ব্যক্তি । প্রথমে এক আত্নীয়ের সঙ্গে যৌথভাবে কারখানা খুলেছিলেন । পরে তাঁরা পাশাপাশি পৃথক ব্যাবসা শুরু করেন ।
স্থানীয় বাসিন্দা অরুন চক্রবর্তী বলেন, ‘এদিন বিকেলে প্রায় সাড়ে ৫ টা নাগাদ বালাপোশ কারখানার মেশিনে কাজ করছিলেন জনৈক এক কারিগর । সেই সময় মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় । নিমেষের মধ্যে কারখানায় মজুত নতুন কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে । দমকল বিভাগকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে ।’
জানা গেছে,কারখানায় প্রচুর পরিমানে বালাপোশ তৈরির কাপড় ও সদ্য তৈরি হওয়া বালাপোশে আগুন ধরে গেলে ভয়াবহ আকার নেয় । আগুন এতটাই বিকট আকার ধারন করে যে কারখার একটি ইঁটের দেওয়াল ভেঙে পড়ে । কারখানার মালিক রাম বালক বলেন, ‘শীতের মরশুম চলছে । তাই কলকাতা থেকে প্রচুর পরিমান বালাপোশ তৈরির কাপড় আনিয়ে রেখেছিলাম । সব বান্ডিল করে কারখানায় রাখা হয়েছিল । সদ্য তৈরি করা অনেক বালাপোশও ছিল । সব আগুনে পুড়ে গেছে । এছাড়া মেশিন,আসবাবপত্র কিছুই আস্ত নেই । সব ভস্মীভূত হয়ে গেছে । সব মিলিয়ে ১৩-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল ।’এত বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন কারখানার মালিক রাম বালক ও তার পরিবারের লোকজন ।।