• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দামোদরে অবৈধ খাদান চালুর দায়ে মলয় ঘটকের ঘনিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের

Eidin by Eidin
March 21, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
দামোদরে অবৈধ খাদান চালুর দায়ে মলয় ঘটকের ঘনিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মার্চ : নদ-নদী থেকে বালি চুরি হওয়া নিয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী। এনিয়ে প্রতিটি প্রশাসনিক সভাতেও তিনি স্বোচ্চার হয়ে থাকেন।সেটা জেনেও দামোদরের বুকে অবৈধ খাদান খুলে দিব্যি ’বালি লুট’ চালিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা সেখ সাহাবুদ্দিন ওরফে দানি।তবে এমন স্পর্ধা দেখাতে গিয়ে এখন বড়ই বেকায়দায় পড়ে গিয়েছেন পূর্ব বর্ধমানের এই তৃণমূল নেতা।  নিজেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ট বলে জাহির করেও প্রশাসনের ’কলমের খোঁচা’ থেকে তিনি রেয়াত পাননি।ভূমি দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা ’দানির’ বিরুদ্ধে কড়া আইনি ধারায় মামলা রুজু করেছে।লোকসভা ভোটের মুখে এই মামলার বিষয়টি জানাজানি হতেই কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে।আর তা আঁচ করে বিজেপি নেতারাও  বলতে শুরু করেছেন, মুখ্যমন্ত্রীর দলের নেতারাই যে আসল বালি লুটেরা সেটা এবার প্রমাণ হয়ে গেল । 

তৃণমূল কংগ্রেস নেতা সেখ সাহাবুদ্দিন ওরফে দানি জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম  পঞ্চায়েতের অন্তর্গত চক্ষণজাদি গ্রামের বাসিন্দা।তিনি শুধুমাত্র মাত্র তৃণমূলের বেরুগ্রাম অঞ্চলের সভাপতি-ই নন , তিনি বেরুগ্রাম পঞ্চায়েতেরও সদস্য।পঞ্চায়েতের ’’পূর্ত সঞ্চালক’ পদ তিনি-ই অলঙ্কৃত করেন। নিজেকে ’প্রভাবশালী’ প্রমাণ করতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সাক্ষাতের নানা সময়ের  ছবিও তিনি  সামাজিক মাধ্যমে ছেড়ে রেখেছেন।এহেন এক নেতার বিরুদ্ধে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এফআইআর দায়ের করার পর থেকে কার্যত ’সিঁদুরে মেঘ’ দেখতে শুরু করছে বালি লুটেরারা। 

শক্তিগড় থানায় দায়ের করা এফআইআরে বর্ধমানের গোপালপুর মৌজায় অবৈধ খাদানটি  চক্ষণজাদি গ্রামনিবাসী ’শেখ সাহাবুদ্দিন ওরফে দানি’ চালায়।চালকের এই বয়ানকেই হাতিয়ার করে বর্ধমান ২ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। তিনি ১৫ ফেব্রুয়ারি দানির বিরুদ্ধে ’ক্ষুদ্র ও খনিজ আইনের’একাধিক ধারায় এফআইআর রুজু করেন।এই  বিষয়টি এতদিন অপ্রকাশ্য রয়ে থাকলেও কয়েক দিন আগে তা প্রকাশ্যে আসলে হুলস্থুল পড়ে যায় ।যদিও এফআইআর রুজু হলেও সেটা মিথ্যা অভিযোগ বলে দাবি করে  তৃণমূলের নেতা ’দানি’ ডোন্ট কেয়ার’ মনোভাব দেখিয়েই  ঘুরে বেড়াচ্ছেন।এই প্রসঙ্গে বিএলআরও সৌরভ রক্ষিত বলেন,আমি এফআইআর দায়ের করে দিয়েছি।এরপর যা পদক্ষেপ নেওয়ার সেটা পুলিশই নেবে । তবে তদন্তের খাতিয়ে শক্তিগড় থানার পুলিশ এ ব্যাপারে এখনই কিছু বলতে চায়নি । 

২ ব্লকের বিএলআরও জানিয়েছেন,দামোদরে অবৈধ খাদান খুলে ’বালি লুট’ চলছিল।সেই  খবর তাদের কাছে আসে।এরপরেই তারা বেরুগ্রাম অঞ্চলের শম্ভুপুর মৌজার বর্ডার সংলগ্ন বর্ধমান ২ ব্লকের গোপালপুর মৌজায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেন।গত ৮ফেব্রুয়ারি হওয়া ওই অভিযানে  জেলা, মহকুমা (বর্ধমান উত্তর)ও ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসাররা ছাড়াও পুলিশ এবং ’ক্ষুদ্র খনিজ’ বিভাগের বিভাগীয় অফিসাররাও সামিল থাকেন।বাধা পেরিয়ে তারা সবাই অভিযান স্থলে পৌছান।সেখানে পৌছে তারা অবৈধ খাদান চালু করা এবং খননকার্য চলার সুস্পষ্ট  প্রমাণ পান। তারই মধ্যে পালিয়ে যায় ’খনন কার্য’ চালানো কাজে যুক্ত লোকজন।তবে বালি নেওয়ার জন্যে তখনও ওই অবৈধ খাদানে চারটে ডাম্পার দাঁড়িয়ে ছিল। 

ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের করা  এফআইআর অনুযায়ী,“তারা ওই চারটে ডাম্পার বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ডাম্পার চালককে পাকড়াও করেন।জেরায় ওই ডাম্পার চালক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের জানায়,গোপালপুর মৌজায় অবৈধ খাদানটি  চক্ষণজাদি গ্রামনিবাসী ’শেখ সাহাবুদ্দিন ওরফে দানি’ চালায়।চালকের এই বয়ানকেই হাতিয়ার করে বর্ধমান ২ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। তিনি ১৫ ফেব্রুয়ারি দানির বিরুদ্ধে ’ক্ষুদ্র ও খনিজ আইনের’একাধিক ধারায় এফআইআর রুজু করেন।এই  বিষয়টি এতদিন অপ্রকাশ্য রয়ে থাকলেও কয়েক দিন আগে তা প্রকাশ্যে আসলে হুলস্থুল পড়ে যায় ।যদিও এফআইআর রুজু হলেও সেটা মিথ্যা অভিযোগ বলে দাবি করে  তৃণমূলের নেতা ’দানি’ ডোন্ট কেয়ার’ মনোভাব দেখিয়েই  ঘুরে বেড়াচ্ছেন।এই প্রসঙ্গে বিএলআরও সৌরভ রক্ষিত বলেন,আমি এফআইআর দায়ের করে দিয়েছি।এরপর যা পদক্ষেপ নেওয়ার সেটা পুলিশই নেবে । তবে তদন্তের খাতিয়ে শক্তিগড় থানার পুলিশ এ ব্যাপারে এখনই কিছু বলতে চায়নি । 

এদিকে দানির বালি লুটের কীর্তি ফাঁস হবার পর মুখ খুলেছেন বেরুগ্রাম অঞ্চলের অনেক বাসিন্দা।তাঁরা জানিয়েছেন, ’দানির বালি লুটের সাম্রাজ্য চালানোর কথা শাসক দলের নেতারা সবই জানতেন।শাসক দলেরই একাংশ জনপ্রতিনিধি দু’বছর আগে বিষয়েটি নিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের নানা মহলে অভিযোগ জানিয়েছিলেন।তখনই যদি দল দানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত,তাহলে আজ এভাবে  দলের মুখ পুড়তো না“।তবে এখন গ্রামবাসীদের এই বক্তব্যকেই যেন শিরোধার্য গণ্য করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সেই মত জামালপুরের তৃণমূল বিধায়ক অলক মাঝি স্পষ্ট জানিয়ে দেন, “দল ও সরকারের নির্দেশ অমান্য করে কেউ ’অবৈধ বালি’ কারবারে যুক্ত হয়ে থাকলে, তার শাস্তি তাকে পেতে হবে। তিনি দলের নেতা হলেও রেয়াত পাবেন না ।  

 তৃণমূল বিধায়কের এই বক্তব্যকে অবশ্য কোন গুরুত্ব দিতে চায়নি বিজেপি নেতারা।উল্টে তারা বালি লুট নিয়ে আরো বিস্ফোরক অভিযোগ এনেছেন।  জামালপুর নিবাসী বিজেপির জেলা নেতা জীতেন্দ্রনাথ ডকাল সরকারী নথি দেখিয়ে দাবি করেন,’এবছর পূর্ব বর্ধমান জেলায় ৪০টি খাদানের ’লিজ’ অনুমোদন করেছে সরকার।তার মধ্যে জামালপুর ব্লকে দামোদরের ১৩ টি ঘাট থেকে বালি তোলার ’লিজ’ অনুমোদন করা হয়েছে।লিজ দেওয়া ওই ১৩ টি খাদানের মধ্যে ৯ টি রয়েছে বেরুগ্রাম অঞ্চলে।সেই ৯ টি খাদানের মধ্যে ৬ টির ’লিজ’দেওয়া হয়েছে বেরুগ্রামের জামুদহ মৌজায়।বাকি ৩টি খাদানের ১টি চক্ষণজাদি, ১টি চলবলপুর এবং ১টি হৈবতপুর মৌজায় অবস্থিত।এগুলির বাইরে আঝাপুর অঞ্চলের সাঁচরা মৌজায় ২টি,জ্যৌৎশ্রীরাম অঞ্চলের মুইদিপুর মৌজায় ১টি এবং পাঁচরা অঞ্চলের হাবাসপুর মৌজায় ১টি খাদানের লিজ দেওয়া হয়েছে ।’

সরকারী ভাবে দেওয়া ’লিজের’  তথ্যের সূত্র ধরেই জীতেন্দ্রনাথ বাবু জানান,জামালপুর ব্লকে ১৩টি বৈধ খাদানের একটিরও ’লিজ হোল্ডার’ দানি বা অন্য কোন তৃণমূল কংগ্রেস নেতা নন। তবুও জামালপুর ব্লকে ১৩ টি খাদানের বাইরে আরো বেশী সংখ্যায় খাদান চলছে।তার মধ্যে ৪ টি অবৈধ খাদান রমরমিয়ে চলছে জামালপুর ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।ওইসব অবৈধ খাদানের দুটি চলছে জামালপুরের জোড়বাঁধ ও তার সংলগ্ন নতুনগ্রামের কাঁঠালতলা এলাকায়।আর অপর দুটি চলছে জামালপুরের “পুলমাথা তেলকুপি ঘাট ও তার সংলগ্ন জায়গায়“।অথচ এই দুই পঞ্চায়েত এলাকতেই রয়েছে ব্লকের সমস্ত স্তরের প্রশাসনিক দপ্তর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়। 

একই রকমটা বেরুগ্রাম,পাঁচরা ও জ্যোৎশ্রীরাম অঞ্চলেও চলছে“।জীতেন্দ্রনাথ বাবু দাবি করেন,’প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে এইসব অবৈধ খাদান চালুর সাথেও শাসক দলের নেতাদের যোগ সাজসের প্রমাণ মিলে যাবে’। 

অপর জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,শুধু জামালপুর নয়।’দানির’ মতো বালি লুটেরারা গোটা জেলা জুড়েই ছড়িয়ে রয়েছে । মঙ্গলকোটের মাজিগ্রাম অঞ্চলের কোয়ারপুর ও মালিয়ারা মৌজায় অজয় নদ থেকেও অবাধে বালি লুট চলছে বলে সেখানকার বাসিন্দারাও জেলা ও ব্লক প্রশাসনের নানা মহলে অভিযোগ জানিয়েছে ।’।

‘

Previous Post

মদ কেলেঙ্কারির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি

Next Post

কান্দাহারে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস

Next Post
কান্দাহারে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস

কান্দাহারে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করা আইএসআই-এর ছদ্মবেশী ‘ঢাকা সেল’ ভারতের নিরাপত্তা জন্য হুমকি হয়ে উঠেছে : রিপোর্ট 
  • বাংলাদেশি সন্দেহে ছত্রিশগড়ের এক যুবককে পিটিয়ে মেরে দিল কেরালার লোকেরা
  • অকল্যান্ডে শিখদের ধর্মীয় শোভাযাত্রার উপর খ্রিস্টান উগ্রবাদী  ব্রায়ান তামাকি ও তার দলবলের হামলা ; কেন্দ্র সরকারকে কুটনৈতিক হস্তক্ষেপের দাবি তুললো পাঞ্জাব বিজেপি 
  • খুনের মামলায় ওয়ান্টেড সিরাজ আহমেদ নামে এক আসামিকে এনকাউন্টারে খতম করে ইউপি পুলিশ বললো : “ভয়ের যাত্রা শেষ” 
  • চার বছরের মেয়ের ধর্ষককে গুলি করলেন লেডি পুলিশ অফিসার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.