এইদিন ওয়েবডেস্ক,সম্বল,২০ ডিসেম্বর : বিদ্যুৎ চুরির ঘটনায় উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সম্বলের সাংসদ জিয়া উর রহমান বারকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও তার বাবা মামলুক উর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে এফআইআরও দায়ের করা হয়েছে। এর আগে বিদ্যুৎ বিভাগের লোকজন স্মার্ট মিটার বসানোর জন্য তার বাড়িতে এসেছিল বলে খবর পাওয়া গেছে। যদিও সেটা বড় কথা নয় কিন্তু ওই বাড়িটা একজন সাংসদের । তাই বিদ্যুৎ বিভাগ পূর্ণ শক্তি নিয়ে আসে। এএসপি, সিও, পিএসি এবং পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স জিয়া উর রহমান বারকের বাড়িতে হানা দেয় । ঝামেলা হওয়ার আশঙ্কায় বিশাল পুলিশবাহিনী নিয়ে যাওয়া হয় । প্রথমে বিদ্যুত চুরির জন্য সাংসদ বার্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর এই এফআইআর অনুযায়ী জিয়াউর রহমান বার্কের বাড়ির বিদ্যুৎও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের লোকজন স্মার্ট মিটার বসাতে এমপির বাড়িতে এলে পুলিশের সঙ্গে সাংসদের বাবা মামলুক উর রহমানের বাকবিতণ্ডা হয়। তার বাবা বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। কর্মচারীদের হুমকি দিয়ে তিনি বলেন, ‘সরকার পরিবর্তন করে আমাদের সরকার এলে আমরা দেখব।’ তাই সম্বলের নাখাসা থানায় ভারতীয় বিচার কোডের ৩৫২,৩৫১(২) এবং ১৩২ ধারার অধীনে সাংসদের বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সাংসদের আশঙ্কা যে তিনি উত্তরপ্রদেশে ফিরলেন গ্রেফতার হতে পারেন ।
এই ইস্যুতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিবৃতি দিয়েছেন । অখিলেশ যাদব বলেছেন,’সম্বলে যা কিছু ঘটেছে তা তাঁর (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের) কর্মকর্তারা করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর আধিকারিকদের মাধ্যমে গেম খেলেছেন। এখন আধিকারিকরা নিজেদের বাঁচাতে ক্রমাগত এই ধরনের গেম খেলছেন। সেখানকার লোকজনকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। তারা সাংসদকে অপমান করেছে। আজ আমি বলব যে মুখ্যমন্ত্রীরও তাদের দলের লোকদের তদন্ত করা উচিত।’ তার দাবি, এমপি জিয়াউর রহমান বার্কের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় ।।