এইদিন বিনোদন ডেস্ক,২৭ আগস্ট : বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে রাজস্থানের ভরতপুরের মথুরাগেট থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তের তালিকায় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হুন্দাই’র ৬ কর্মকর্তারও নাম রয়েছে বলে জানা গেছে । এফআইআরটি দায়ের করেছেন কীর্তি সিং নামে ভরতপুরের এক বাসিন্দা।
কীর্তি সিংয়ের অভিযোগ,২০২২ সালে একটি গাড়ি কেনেন তিনি। যেখানে অগ্রিম দিয়েছিলেন ৫১ হাজার টাকা । বাকিটা ঋণ নেন। তবে গাড়িটি কেনার পর থেকেই নানারকম যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছুদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড়সড় সমস্যা দেখা দেয়। গাড়ির এমন যান্ত্রিক ত্রুটির কারণে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷
কীর্তি সিংয়ের আরও অভিযোগ,এই বিষয়ে গাড়ি প্রস্তুতকারী কোম্পানির কাছে তিনি জানিয়েছিলেন । কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত বিরক্ত হয়েই গাড়ি প্রস্তুতকারী কোম্পানির ৬ কর্মকর্তার বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেন। সেই এফআইআরেই নাম রয়েছে শাহরুখ ও দীপিকার।
কিন্তু বলিউডের দুই অভিনেতাকে কেন তিনি এতে জড়ালেন ? এই বিষয়ে কীর্তি সিং জানান যে হুন্দাই’র ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ ও দীপিকা। তাঁরা গাড়ির সুখ্যাতি করে প্রচার করেছিলেন। সেই কারনেই এফআইআর-এ তাঁদের নাম জড়িয়েছে বলে তিনি জানান । ইতিমধ্যে এই অভিযোগের তদন্ত শুরু করেছে রাজস্থানের মথুরাগেট থানার পুলিশ। তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ বিষয়ে শাহরুখ-দীপিকা কেউ-ই এখনও প্রতিক্রিয়া জানাননি।।