এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ ফেব্রুয়ারী : মুম্বাইয়ের চেম্বুর এলাকায় একটি লাইভ কনসার্ট চলাকালীন প্রখ্যাত গায়ক সোনু নিগমের উপর হামলার ঘটনা ঘটেছে । সোমবার রাতের ওই ঘটনায় উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক প্রকাশ ফাটারপেকরের ছেলে স্বপ্নিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । মুম্বাই জোন ৬ এর ডিসিপি হেমরাজসিংহ রাজপুত এএনআইকে জানিয়েছেন,লাইভ কনসার্টের পর সোনু নিগম মঞ্চ থেকে নামছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁকে ধরে ফেলেন। আপত্তি করায় তিনি সোনু নিগম এবং তার সাথে থাকা আরও দু’জনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলেন, সেই দু’জনের মধ্যে একজন আহত হন । অভিযুক্তের নাম স্বপ্নিল ফাতারপেকার (Swapnil Phaterpekar) ।
সোনু নিগম মিডিয়াকে বলেছেন,’কনসার্টের পর আমি স্টেজ থেকে নামছি এমন সময় স্বপ্নিল প্রকাশ ফাতারপেকার আমাকে জড়িয়ে ধরে । তখন সে আমাকে বাঁচাতে আসা হরি ও রব্বানীকে ধাক্কা দেয়। তারপর সিঁড়িতে পড়ে গেলাম। আমি একটি অভিযোগ দায়ের করেছি যাতে লোকেরা জোর করে সেলফি তোলা এবং হাতাহাতির বিষয়ে চিন্তা না করে ।’ সেখানে লোহার রড পড়ে থাকলে রব্বানী মারা যেতেও পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক প্রকাশ ফাটারপেকার ওই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলে সোনু নিগম। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে স্বপ্নিল ফাটারপেকার সোনু নিগমের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। স্বপ্নিল বলেন, সায়রাকে মঞ্চ থেকে সরিয়ে দিতে হবে । এরপর
অনুষ্ঠানে পারফর্ম করার পর সোনু নিগম যখন স্টেজ থেকে নামছিলেন, স্বপ্নিল তার সঙ্গে সেলফি তুলতে বলেন। এ কথা অস্বীকার করেন সোনু। এতে স্বপ্নিল ক্ষুব্ধ হন এবং তিনি সোনু ও তার দেহরক্ষীকে ধাক্কা দেন । এই ধাক্কাধাক্কিতে রাব্বানী মঞ্চ থেকে নিচে পড়ে যান । এতে তিনি আহত হন । রাব্বানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।।