এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ এপ্রিল : লোকসভা ভোটের প্রচার যখন তুঙ্গে তখন চরম বিপাকে পড়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ মহুয়া মৈত্র । ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০২২-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বিপাকে ফেলতে মহুয়া মৈত্র সংসদে মূলত আদানি গ্রুপকে বিশেষভাবে টার্গেট করে প্রশ্ন করতেন বলে অভিযোগ । এমনকি সংসদ লগইন পোর্টালের আইডি-পাসওয়ার্ডটি দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সাথে শেয়ার করেছিলেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । যে কারণে তার সাংসদ পথ খারিজ হয়ে যায় ।
এর আগে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা) এর অধীনে তাঁর এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির বিরুদ্ধে সমন পাঠিয়েছিল ইডি । কিন্তু মহুয়া লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ততার কারণ দেখিয়ে ইডির অফিসে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন । মহুয়া মৈত্র ইডির সমন তিনবার অস্বীকার করেছেন। লোকপালের নির্দেশের পরে, সিবিআই ৪৯ বছর বয়সী প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বাবার কলকাতার ফ্লাটেও হানা দিয়েছিল । হানা দেয় কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়েও । শুধু ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলাই নয়,মহুয়ার বিরুদ্ধে প্রাক্তন সঙ্গী জয় অনন্ত দেহ্রায়ের কুকুর চুরি করার অভিযোগও উঠেছে ।
এত কিছু বিতর্কের পরেও মহুয়া মৈত্রকে ফের কৃষ্ণনগর থেকে টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি । তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় । মহারাজা কৃষ্ণচাঁদ রায়ের পরিবারের বধূ অমৃতা রায় পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। লোকসভা ভোটে জিতলে নারী শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন তিনি ।।