দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ মে : গরু পাচার,শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য তারই মাঝে নতুন এক কেলেঙ্কারিতে জড়ালেন এক তৃণমূল কংগ্রেস নেতা । জনৈক এক গৃহবধু বাড়ির পাশের জঙ্গলে শৌচকর্ম সারতে গেলে একলা পেয়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল ওই নেতার বিরুদ্ধে । শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অমরপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ক্ষিপ্ত গ্রামবাসীরা গৌতম বাউড়ি নামে ওই তৃণমূল নেতাকে আটকে রাখে । খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নেতাকে উদ্ধার করে থানায় আনে । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ । এদিকে এই ঘটনার জেরে বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল শিবির । তবে ঘটনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লা ।
জানা গেছে,অমরপুর অঞ্চলের ১৫ নম্বর বুথের তৃণমূলের সভাপতি গৌতম বাউড়ি । গৌতমের পাড়াতেই বাড়ি বছর তিরিশের ওই গৃহবধুর । অমরপুর গ্রামের পাশেই রয়েছে জঙ্গল এলাকা । এদিন বিকেলে সেখানে শৌচকর্ম করতে গিয়েছিলেন ওই মহিলা । সন্ধ্যার ঠিক মুখেই হওয়ায় আশেপাশে লোকজন ছিল না । আর সেই সুযোগে বধুর পিছু নেয় গৌতম । জঙ্গলের মধ্যে বধুকে একলা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে । তবে কোনো রকমে গৌতমের হাত ফসকে বাডি ফিরে আসে বধু । ঘটনার কথা তিনি পরিবারের লোকজনদের জানান । এদিকে এই কথা চাওড় হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা গৌতমকে ধরে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে । শেষে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে ।।