• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমান পৌরসভা এলাকায় বহুতল নির্মানে প্রায় ২৩ কোটি টাকার কেলেঙ্কারি, অডিট রিপোর্টে ফাঁস

Eidin by Eidin
December 24, 2021
in রাজ্যের খবর
বর্ধমান পৌরসভা এলাকায় বহুতল নির্মানে প্রায় ২৩ কোটি টাকার কেলেঙ্কারি, অডিট রিপোর্টে ফাঁস
বর্ধমান পৌরসভা । বৃহস্পতিবার ।
17
SHARES
236
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ ডিসেম্বর : কলকাতা পৌরসভার নির্বাচন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বাকি পৌরসভা গুলির নির্বাচনের প্রস্তুতি।তারই প্রাক্কালে বর্ধমান পৌরসভার শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরি সংক্রান্ত অডিট রিপোর্টে ফাঁস হল প্রায় ২৩ কোটি টাকার কেলঙ্কারি।এছাড়াও অন্য আরও একটি অডিট রিপোর্টে ফাঁস হয়েছে ৪১.৩৯ লক্ষ টাকার বিনিময়ে বর্ধমান পৌরসভা ২০১৮ সাল থেকে বেআইনি ভাবে ১০ টি বহুতল নির্মানের ছাড়পত্র দিয়েছে।এই সব কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে বর্ধমানের রাজনৈতিক মহলে। ঘটনা জানার পর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব ।
রাজ্যের প্রিন্সিপ্যাল এ্যাকাউন্টেন্ট জেনারেল (ওয়েস্ট বেঙ্গল লোকাল অডিট ডিপার্টমেন্ট) সম্প্রতি বর্ধমান পৌরসভা নিয়ে করা তাঁদের দুটি অডিট রিপোর্ট পেশ করেছে।রিপোর্টের কপি বর্ধমান পৌরসভাতেও জমা পড়েছে। যদিও কারা পৌরসভা পরিচালনার দায়িত্বে থাকা কালে এই আর্থিক কেলেঙ্কারি হয়েছিল তা অডিট রিপোর্টে স্পষ্ট করা হয়নি ।
একটি অডিট রিপোর্টে উল্লেখ কর হয়েছে,
শহর বর্ধমানের ’গোদা’ মৌজার ৩.৪২ একর অর্থাৎ ৩৪২ শতক জমিটি বর্ধমান পৌরভার । ২০০৬ সালে পৌরসভা পিপিপি মডেলে (পাবলিক প্রাইভেট পার্টনার শিপ)ওই জমিতে শপিং কমপ্লেক্স ও রেসিডেনসিয়াল কমপ্লেক্স (আবাসন) তৈরির সিদ্ধান্ত নিয়ে টেন্ডার করে । সেই টেন্ডারে অংশ নিয়ে কাজের বরাত পায় ‘আরডিবি রিয়েলিটি এ্যন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটিড’ নামে একটি সংস্থা । প্রকল্পের কাজ নিয়ে ২০০৭ সালে এই সংস্থার সঙ্গে বর্ধমান পৌরসভার ’মৌ’ স্বাক্ষরিত ।’মৌ’ অনুযায়ী ঠিক হয় বর্ধমান পৌরসভাকে ১৬ কোটি ৯২ লক্ষ টাকা দিতে হবে ওই সংস্থাকে । সেই মত প্রথমেই ওই সংস্থা ’চেকের’ মাধ্যমে ২ কোটি ৯২ লক্ষ টাকা বর্ধমান পৌরসভায় জমা দেয়। বাকি ১৪ কোটি টাকা (প্রিমিয়াম মানি) ৬ টি কিস্তিতে ওই সংস্থাকে বর্ধমান পৌরসভাকে মিটিয়ে দিতে হবে বলে ’মৌ’ চুক্তিতে উল্লেখ থাকে ।
রিপোর্টে বলা হয়েছে,মৌ’ চুক্তি অনুযায়ী ঠিক হয় ’গোদা’ মৌজার ওই জমিতে বেসমেন্ট সহ ৬ তলার একটি শপিং কমপ্লেক্স ও বেসমেন্ট সহ ৮ তলার ৪ টি রেসিডেনশিয়াল কমপ্লেক্স তৈরি হবে ।সেই মত পৌরসভা থেকে প্ল্যানও স্যাংশন হয় । প্ল্যান অনুযায়ী কাজও শুরু হয়।তারই মধ্যে পৌরসভার পাওনা ১৪ কোটি টাকা মিটিয়ে দেয় ‘আর,ডি,বি রিয়েলিটি এ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’।তারপরেই ২০১৭ সালের ডিসেম্বর মাসে ওই সংস্থাটি বিল্ডিংয়ের হাইট এক্সটেনশনের জন্য বর্ধমান পৌরসভায় আবেদন করে ।অভিযোগ ’মৌ’ চুক্তির শর্ত দূরে সরিয়ে রেখে ’ব’ কলমে সংস্থাটিকে অনুচিত সেই সুবিধা পাইয়ে দেওয়া হয় । সেই সুবিধা পাওয়ার দৌলতেই সংস্থাটি বেসমেন্ট সহ ৮ তলা রেসিডেনসিয়াল কমপ্লেক্স তৈরির পরবর্তে করে নেয় বেসমেন্ট সহ ১২ তলার ৪টি রেসিডেনসিয়াল কমপ্লেক্স । অর্থাৎ ভিতরে ভিতরে ’সেটিং’ করে নিয়ে ওই সংস্থাটি অতিরিক্ত ১লক্ষ ১ হাজার ৭৯০ স্কয়ারফিটের বিল্ডিং তৈরি করে নেয়। বিল্ডিংয়ের এই ’হাইট এক্সটেনশন’ সংক্রান্ত কোন নথি বা বোর্ড অফ কাউন্সিলার্সদের করা কোন ‘রেজিলিউসন, কপিও অটিটাররা পৌরসভায় পান নি।অডিট রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে বিল্ডিংয়ের হাইট এক্সটেশন করে নিয়ে সংস্থাটি বর্তমান বাজার মূল্য মোতাবেক ২২ কোটি ৯০ লক্ষ ২৮ হাজার ২৮৭ টাকা মুনাফা করেনেয়।কিন্তু হাইট এক্সটেনসশনের দরুন বর্ধমান পৌরসভায় কোন ’প্রিমিয়াম অর্থ’ জমা না পড়ায় পৌরসভা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।যদিও ওই নির্মানকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার পুগুলিয়া এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ,“বিল্ডিং নির্মান সংক্রান্ত সব কাগজপত্র স্বচ্ছ ভাবে রয়েছে।নতুন করে নকশার জন্যে পৌরসভা কে তাঁদের বেশী টাকা দিতে হয়েছে। তবুও কেন অডিট রিপোর্টে এ ভাবে লিখেছে তা জানি না ।’
একই অডিট রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে,ওই শপিং কমপ্লেক্স ও রেশিডেনশিয়াল কমপ্লেক্স ছাড়াও পৌরসভা ’৫৯৯ মেমোতে’ অপর অরও একটি হাইরাইজ বিল্ডিং স্যাংশন করেছিল। তার কোন নথির হদিশ যদিও পৌরসভায় পান নি অডিটাররা।অর্থপ্রাপ্তি থেকে পৌরসভাকে বঞ্চিত করে কারা-কি উদ্দেশ্যে একটি বেসরকারী সংস্থাকে এই আর্থিক সুবিধা পাইয়েদিল সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে ।
অপর অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০১৮ সাল থেকে বর্ধমান পৌরসভা বেআইনি ভাবে ১০ টি বহুতল (হাইরাইজ বিল্ডিং) নির্মানের ছাড়পত্র দিয়ে ৪১.৩৯ লক্ষ টাকা নিয়েছে।যদিও ওইসব বিল্ডিংয়ের ’প্ল্যান পাশে’ নেই পৌরসভার ইঞ্জিনিয়ারের কোন রিপোর্ট । সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার লেভেল থেকেও ওইসব বিল্ডিংয়ের প্ল্যান ভেটেড করা হয় নি। বহুতল তৈরি হলেও পৌরসভার নথিতে তার “স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটও“ পাওয়া যায়নি । এমনকি এই ক্ষেত্রে ’ওয়েস্টবেঙ্গল বিল্ডিং রুল ২০০৭ কে মান্যতাও দেওয়া হয়নি বলে অডিটাররা রিপোর্টে উল্লেখ করেছেন ।
এই বিষয়ে বর্ধমান পৌরসভার উপ-প্রশাসক আইনুল হক বলেন,’অডিট রিপোর্ট আমরা পেয়েছি । রিপোর্টের আইনগত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা জানিয়েছেন,সঠিক ভাবে অডিট রিপোর্ট তৈরি হলে এই বাংলার সমস্ত পৌরসভার এমন আর্থিক কেলেঙ্কারি সামনে আসবে।সুনীল বাবু দাবি করেন , বর্ধমান পৌরসভার দায়িত্বে থাকা শাসক দলের কর্তা ব্যক্তিরা এই সব কেলেঙ্কারিতে যুক্ত ।বেআইনি জেনেও উনারা কাটমানি খেয়ে বেআইনি ভাবে এইসব বহুতল বিল্ডিং নির্মানে ছাড়পত্র পাইয়ে দিয়েছেন । বেআইনিভাবে নির্মিত ওই সব বহুতল যে কোন সময় ভেঙে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না । শুধু অডিট রিপোর্ট প্রকাশ করলেই হবেনা । যাদের অঙ্গুলি হেলনে বর্ধমান পৌরসভা এলাকায় একাধীক বেআইনি বহুতল বিল্টিং নির্মান হয়েছে তাঁদের শাস্তির ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে।’ বর্ধমান পৌরসভা নির্বাচনে এই ইশুকেই সামনে রেখে বিজেপি আন্দোলনে নামবে বলে বিজেপি নেনা সুনীল গুপ্তা এদিন জানিয়ে দেন । অডিট রিপোর্টের বিষয়টি জানার পর জেলা সিপিআইএম নেতৃত্বও তীব্র ক্ষোভ উগরে দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছেন । ।

Previous Post

ভিন রাজ্যের দুই গাঁজা পাচারকরীকে ১০ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত

Next Post

রাজীব গান্ধী হত্যাকারী নলিনী শ্রীহরনকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি

Next Post
রাজীব গান্ধী হত্যাকারী নলিনী শ্রীহরনকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি

রাজীব গান্ধী হত্যাকারী নলিনী শ্রীহরনকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির ভাইঝিকে ঘুঘনি বিক্রির ব্যবসা করার জন্য ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী 
  • তৃণমূল ছাত্রপরিষদের ২ দলের  মধ্যে কর্তৃত্ব দখলের লড়াই ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ 
  • একশ দিনের কাজ প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ, লোকসভায় পাস হল জি রাম জি বিল
  • “আমায় তো মেরে দিয়েছে, ডেথ সার্টিফিকেটটা দিন” : ভোটার তালিকায় মৃত দেখানো অভিমানী ব্যক্তির কান্ডে হতভম্ব পুরকর্মীরা 
  • রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে “ইনকিলাব মঞ্চ”-এর জিহাদিদের বিক্ষোভ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.