এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৪ সেপ্টেম্বর : বেশ কিছুদিন ধরেই বড়সড় রেল দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চালিয়ে আসছিল দেশীয় সন্ত্রাসীরা । রেললাইনে লোহার রড,গ্যাস সিলিন্ডার, সিমেন্টের পিলার রেখে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা বেশ কিছুদিন ধরে চলছিল । যদিও ট্রেনের চালকদের তৎপরতায় তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় । অবশেষে আজ মঙ্গলবার তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে । আলিপুরদুয়ার বিভাগের নিউ ময়নাগুড়ি রেলস্টেশনে ঢোকার মুখেই একটি মালবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে । লাইনের পাশে উলটে যায় তিনটি বগি । ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুৎ সরবরাহের লাইন । উত্তর-পূর্ব রেলের ইলেকট্রিক সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার অনিল কুমার গুপ্তা জানান,বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। মেরামতির কাজ শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম অমরজিৎ গৌতম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন । যদিও মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারন নাশকতা নাকি যান্ত্রিক সমস্যা তা এখনো দপ্তরের তরফে স্পষ্ট করা হয়নি ।
জানা গেছে,আজ মঙ্গলবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আলিপুরদুয়ারের দিক থেকে ময়নাগুড়ি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ির দিকে রওনা হয়। এরপর সকাল সাড়ে ৬টা নাগাদ মালবাহী ট্রেনটি আলিপুরদুয়ারের দিক থেকে এসে নিউ ময়নাগুড়ি রেলস্টেশনে ঢুকতেই বিকট শব্দের সাথে সাথেই ট্রেনের বেশ । ৫ টি খালি বগি লাইনচ্যুত হয়ে যায় । বগিগুলি ইঞ্জিন থেকে ছিটকে যায় । কয়েকটি বগির যন্ত্রাংশ বিচ্ছিন্ন হয়ে যায় । ঘটনার পরপরই রেলের শীর্ষ কর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন । যদিও ট্রেনগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং চলাচলে কোনও প্রভাব পড়েনি। আলিপুরদুয়ার ডিআরএম সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন এবং পুনরুদ্ধারের কাজ চলছে ।।