এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুন : অবশেষে হরিয়ানার গুরুগ্রামের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর হল । পাশাপাশি রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট । আদালত কলকাতা পুলিশকে ভর্ৎসনা করে বলেছে, আপনাদের লজ্জিত হওয়া উচিত, কারণ বিষয়টি এক তরুণীর শালীনতার সঙ্গে সম্পর্কিত। আদালতের পর্যবেক্ষণ, যেভাবে শর্মিষ্ঠাকে গ্রেফতার করা হয়েছে ও আইনি পদ্ধতি অনুসরণ করা হয়েছে তা উদ্বেগজনক । বিচারপতি রাজা বসু চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের কাছে গ্রেফতারির কারণ জানতে যায় । পুলিশ মামলাটি গ্রীষ্মকালীন বেঞ্চের পরিবর্তে নিয়মিত বেঞ্চে পাঠানোর অনুরোধ করলে বিচারপতি তা প্রত্যাখ্যান করে এফফআইআর দেখানোর নির্দেশ দেন।
শর্মিষ্ঠার আইনজীবী ডিপি সিং সওয়াল করেন, ‘শর্মিষ্ঠার গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। একদিন পরেই এই ভিডিওটি মুছে দেওয়া হয় । ভিডিওতে তিনি মূলত পাকিস্তানিদের নিশানা করেন। সেখানে অসতর্ক কিছু শব্দ প্রয়োগ হয়েছে। অথচ তার জেরে তার মক্কেলকে লাগাতার হুমকি শুনতে হয়েছে ও হচ্ছে। তার ব্যক্তিগত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।’ বিচারপতির মন্তব্য করেন,’অভিযোগের ভিত্তিতে কাদের গ্রেফতার করা হয়েছে? কারণ বিষয়টি এক তরুণীর মর্যাদা সম্পর্কিত। এসবের জন্য আপনাদের লজ্জিত থাকা উচিত। আমি এটা প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছি । আর যাই হোক, তিনি একজন আইনের ছাত্রী।’
তবে শর্মিষ্ঠাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলেও, আদালতের অনুমতি ছাড়া তাকে দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। শিক্ষাগত কারণে দেশের বাইরে যেতে হলে নিম্ন আদালতকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দেয় আদালতের। এছাড়া শর্মিষ্ঠাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত । আদালত বলেছে, ‘যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটা যান্ত্রিকভাবে করা হয়েছিল। সেখানে শুধুমাত্র গ্রেফতার করার অধিকার দেওয়া হয়েছিল, গ্রেফতার করতে হবে বলা হয়নি ।বিচারপতির মন্তব্য, শর্মিষ্ঠার ধর্তব্যযোগ্য অপরাধ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার ছিল । তিনি নির্দিষ্টভাবে কী মন্তব্য করেছিলেন সেটা অভিযোগপত্রে বলা নেই । যখন নোটিস দেওয়ার প্রক্রিয়া চলছিল তখন শর্মিষ্ঠা কলকাতায় ছিলেন না, পর্যবেক্ষণ বিচারপতির৷
প্রসঙ্গত,কলকাতা-২৪ গার্ডেনরিচ থানার রশিদি ফাউন্ডেশন আর-১৮৬ /এফ পাহাড়পুর রোড এলাকার বাসিন্দা রশিদী ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ৩০ বর্ষীয় ওয়াজাহাত খানের অভিযোগের ভিত্তিতে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ ।শর্মিষ্ঠার বিরুদ্ধে ইসলাম ধর্মনিন্দার অভিযোগ আনা হয়৷ তার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুরুগ্রাম থেকে ২২ বছর বয়সী আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী শর্মিষ্ঠা পানোলিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে রাতারাতি বিমানে কলকাতায় নিয়ে আসে । আর পুলিশের এই অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে৷ গত পরশু জামিনের শুনানি হয় কলকাতা হাইকোর্টে । কিন্তু তার জামিন নাকিচ করে দেন বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জি । কিন্তু আজ অন্য বিচারপতির বেঞ্চ জামিন মঞ্জুর করেন ।।

