এইদিন ওয়েবডেস্ক,১০ মে : ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে কথায় কথায় প্রশ্ন তোলা শান্তি নোবেল পুরষ্কার বিজেতা মালালা ইউসুফজাই এতদিন তালিবানের ‘বোরখা ফতোয়া’ নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিলেন । এবার এই ইস্যুতে মুখ খুলতে দেখা গেল তাঁকে । এক টুইট বার্তায় মালালা বলেন,’তালিবানরা আফগানিস্তানের মহিলাদের জনজীবন থেকে সরিয়ে দিতে চাইছে । পরিবারের পুরুষ সদস্য ছাড়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি, মুখ এবং শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখতে বাধ্য করার মাধ্যমে তারা চাইছে মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কাজের অধিকার থেকে বঞ্চিত করা ।’
উল্লেখ্য,তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে আফগানিস্তানের মহিলাদের ‘চাদোরি’ (মাথা থেকে পা পর্যন্ত বোরখা) পড়ে থাকার ফরমান দিয়েছে তালিবান সরকার । কোনও মহিলা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় তার মুখ ঢেকে না রাখেন তবে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়কে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে জেলে পাঠানোর ফরমান শোনানো হয়েছে । এর আগে মহিলাদের বাসে একা ৭০ কিলোমিটার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । সীমিত সংখ্যায় হলেও এই সমস্ত তালিবানি ফতেয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে আফগানি মহিলাদের । কিন্তু প্রতিবাদী মহিলাদের মুখ বন্ধ করতে সরাসরি তাদের কারাগারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ।
গত বছরের ১৫ আগস্ট কট্টর ইসলামপন্থী সংগঠন তালিবান আফগানিস্তানের শাসন ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে দেশের মহিলাদের উপর একের পর এক ফতোয়া জারি হয়েছে । এক দিকে অর্ধাহার-অনাহারে দিন কাটানো, তার উপর একের পর এক অমানবিক তালিবানি ফতোয়ার কারনে আফগানি মহিলাদের জীবনে কার্যত অন্ধকার নেমে এসেছে । তাই আফগানি মহিলাদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য অনান্য রাষ্ট্রনেতাদের কাছে আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই ।।