এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : বিগত চার মাস ধরে এসএসকেএম হাসপাতাল ঠিকানা হয়ে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত কালীঘাটের কাকুর ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের । এদিকে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়ার পর থেকে সুজয়কৃষ্ণর ভয়েস স্যাম্পেল টেস্ট করার জন্য কার্যত ছুটে বেড়াচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা গ্রীন সিগনাল না দেওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি । সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে বুধবার রাতে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট হল । একারনে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । আজ বৃহস্পতিবার ভোররাতে তাকে ফের এসএসকেএম-এ ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে । উল্লেখ্য, গত ২২ অগাস্ট এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত কালীঘাটের কাকুর ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে । তারপর থেকেই এসএসকেএমই হয়ে উঠেছে তার অস্থায়ী ঠিকানা ।
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছে । ওই সংস্থার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদও করেছে ইডি । ইতিমধ্যেই আদালতে হাজার হাজার পাতার নথি জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি । বুধবার কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টে ইডি আদালতকে জানিয়েছে, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর সাড়ে সাত কোটি মূল্যের সম্পত্তির হদিশ মিলেছে । ইতিমধ্যে সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে । ওই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে কালীঘাট রোডের দুটি বহুতল । যার মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় ।এছাড়া দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও সংস্থার নামে একটি জমি রয়েছে, যে জমির উপরে নিয়োগ দুর্নীতির টাকায় একটি বাড়ি তৈরি করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছে ইডি । এছাড়া একটি জলের কারখানা ও নিউ আলিপুরের ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর অফিসও নজরে রয়েছে ইডির ।।