এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৮ এপ্রিল : হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে মানেন না কন্নড় সুপারস্টার সুদীপ । রীতিমতো একটি বিবৃতি দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি । কিন্তু তাঁর বক্তব্য সামনে আসার পর এই বিষয়ে দ্বিধাবিভক্ত হয়েছে দক্ষিণ ও উত্তর ফিল্ম ইন্ডাস্ট্রি । সুদীপের এই বিবৃতিটি আরও বেশি প্রচার পায় যখন বলিউড সুপারস্টার অজয় দেবগন এতে প্রতিক্রিয়া দেন । বুধবার প্রায় দিনভর দু’জনের মধ্যে টুইটার যুদ্ধ চলে । এবারে সামনে এল আরও এক বলিউড অভিনেতা সোনু সুদের প্রতিক্রিয়া । হিন্দি বিতর্ক নিয়ে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের সাথে কথোপকথনে সোনু সুদ বলেছেন,’হিন্দিকে জাতীয় ভাষা বলা যেতে পারে বলে আমি মনে করি না । ভারতের অন্যতম ভাষা হল বিনোদন। আপনি কোন শিল্প থেকে এসেছেন তা বিবেচ্য নয়। আপনি মানুষকে বিনোদন দিলে তারা আপনার প্রেমে পড়বে । আপনাকে সম্মান করবে এবং গ্রহণ করবে ।’
প্রসঙ্গত,সোনু সুদ বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও সমান সক্রিয় । তিনি গত বেশ কয়েক বছর ধরে সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ।
তেলেগু ছবি আচার্যে দেখা যাবে তাঁকে । অভিনয় করছে তামিল ছবি থামিলরাসানেতেও ৷ পৃথ্বীরাজের সঙ্গে সোনু সুদের অক্ষয় কুমারও মুক্তি পাওয়ার কথা রয়েছে । চলচ্চিত্র ছাড়াও সোনু সুদ টিভিতে বেশ সক্রিয় । তিনি রোডিজ হোস্ট করছেন । দক্ষিণের ছবির সাফল্য নিয়েও কথা বলেছেন সোনু সুদ তিনি বলেন,’দক্ষিণী ছবির সাফল্য হিন্দি ছবি তৈরির ধরন বদলে দেবে । এখন নির্মাতাদের দর্শকদের সংবেদনশীলতা বোঝা দরকার ।’।