এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৮ এপ্রিল : চলচ্চিত্র ও টিভি অভিনেতা সেলিম ঘাউসের(Salim Ghouse)
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল । সেলিম ঘাউসের স্ত্রী অনিতাদেবী সংবাদমাধ্যমের কাছে বলেন,’বুধবার রাত থেকেই উনি অসুস্থ বোধ করছিলেন । ওই অবস্থাতেই তিনি তার সমস্ত কাজ শেষ করে খাবারও খেয়েছিলেন । কিন্তু তারপর বুধ ও বৃহস্পতিবার গভীর রাতের দিকে হঠাৎ করেই খুব অস্বস্তি অনুভব করতে থাকেন । তাকে দ্রুত মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।’ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন অনিতাদেবী ।
১৯৭৮ সালে স্বর্গ নরক ছবির মাধ্যমে চলচিত্র জগতে আত্মপ্রকাশ করেন সেলিম ঘাউস । তারপর মন্থন, চক্র, কলিযুগ, সারাংশ, ত্রিকাল ট্রমা, দ্রোহী, মোহন যোশী হাগার হো, সরদারী বেগম, কয়লা, সৈনিকের মতো অনেক ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি । হিন্দি,তামিল ছাড়াও অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন সেলিম ঘাউস ।
পাশাপাশি ইয়ে জো হ্যায় জিন্দেগি, সুবাহ, ভারত এক খোজ, সংবিধানের মতো টিভি শোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তিনি শ্যাম বেনিওয়ালের টিভি শো ভারত এক খোজে রাম, কৃষ্ণ এবং টিপু সুলতানের চরিত্রে অভিনয় করেছেন । ১৯৮৮ সালে ওয়াগলে কি দুনিয়া শোতেও দেখা গিয়েছিল তাঁকে । পুনে-ভিত্তিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) এর স্নাতক সেলিম ঘাউস ৭০ বছর বয়সে ইহলোককের মায়া কাটিয়ে মৃত্যুলোকে চলে গেলেন ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।