এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ সেপ্টেম্বর : ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলের কাছে নৌকায় আগুন লেগে জীবন্ত পুড়ে মরলো ৫০ জন সুদানি উদ্বাস্তু । জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে,২৪ জন বেঁচে যাওয়া ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে,৭৫ জন সুদানী শরণার্থী বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের কোনো দেশে আশ্রয়ের জন্য যাচ্ছিল । কিন্তু রবিবার (১৪ সেপ্টেম্বর) লিবিয়ার উপকূলের কাছে নৌকার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে । তাতে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় ৫০ জন । মঙ্গলবার জাতিসংঘের সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে,’কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছে ।মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আইওএম গভীরভাবে শোকাহত।’ সংস্থাটি আরও জানিয়েছে,২৪ জন বেঁচে যাওয়া ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে, সমুদ্রে এই ধরনের ট্র্যাজেডি বন্ধ করার জন্য “জরুরি পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি ।
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে সংঘাত ও দারিদ্রের সাথে লড়াই করছে সুদান । কাতারে কাতারে সুদানিরা ইউরোপে পালিয়ে যাচ্ছে । স্বল্পমূল্যে ভ্রমনের জন্য তারা বিপজ্জনক সমুদ্রপথকে বেছে নিচ্ছে । আর শরণার্থীদের ইউরোপে পৌঁছানোর একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে লিবিয়া। আইওএমের তথ্য অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪টি দেশ মিলে প্রায় ৮,৬৭,০৫৫ জন উদ্বাস্তু লিবিয়ায় বসবাস করছিল । সংস্থাটি বলছে, গত মাসেও ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৮ শরণার্থীর মৃত্যু হয়েছে।।