এইদিন ওয়েবডেস্ক,দোহা,২৬ নভেম্বর : নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারালো পোল্যান্ড । শনিবার দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ড সৌদি আরবের মুখোমুখি হয়েছিল ৷ প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে তারা । দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল । পোল্যান্ডের প্রথম গোলটি আসে জিলিনস্কির পা থেকে । ম্যাচের ৩৯ মিনিটে ডি বক্সের ভেতর লেভানদোস্কির পাস থেকে বল জালে জড়িয়ে পোল্যান্ডকে লিড এনে দেন জিলিনস্কি । ১-০ লিড নিয়ে বিরতিতে যায় পোল্যান্ড ।
বিরতি থেকে ফিরেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে সৌদি আরব। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা । ম্যাচের ৪৩ মিনিটে ডি বক্সে আল শেহরিকে ফাউল করার কারণে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু কাজে লাগাতে পারেনি সেই সুযোগ । পেনাল্টি মিস করেন আল দাউসারি। ৫০ মিনিটের মাথায় কর্নারও পেয়ে যায় সৌদি আরব । তবে তারা সেই সুযোগও কাজে লাগাতে পারেনি । ফের ৫৫ মিনিটে গোলের সহজ সুযোগ পায় সৌদি আরব । ডি বক্সে জটলার ভেতর থেকে বল পেয়ে আল দাওসারি শট করলেও তা রুখে দেন সিজিসনি । এরপর ৬০ মিনিটে ফের সুযোগ পায় সৌদি আরব । কিন্তু তারা পোল্যান্ডের জালে বল জড়াতে অসমর্থ হয় । অন্যদিকে ম্যাচের ৮২ মিনিটে রবার্ট লেওয়ান্ডোভস্কির দেওয়া গোলে ২-০ এগিয়ে যায় পোল্যান্ড ।
‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড সবার শীর্ষে ও ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব দুইয়ে আছে। তিনে থাকা মেক্সিকোর পয়েন্ট এক। প্রথম দুই দলের ম্যাচ বাকি একটি করে। প্রথম ম্যাচে হারা আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচ বাকি দুটি করে। অর্থাৎ পোল্যান্ড আর্জেন্টিনার সঙ্গে ও সৌদি আরব মেক্সিকোর সঙ্গে জিতলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের ।।