এইদিন ওয়েবডেস্ক,দোহা,১৫ ডিসেম্বর : চার ইউরোপিয়ান জায়ান্টের বিপক্ষে অজেয় থাকলেও ফ্রান্সের কাছে এসে থামতে হলো মরক্কোকে ।গ্রুপপর্বের প্রথম ম্যাচে গত বিশ্বকাপের আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে রুখে দেয় মরক্কো । পরে বেলজিয়ামকেও হারিয়ে দেয় তারা । দুই ইউরোপিয়ান দলকে হারিয়ে গ্রুপ সেরা দল হিসেবে নক আউট পর্বে ওঠে আসে এই আরব দেশটি । গ্রুপ পর্বের চমক সৃষ্টি করেছিল তারা । প্রথমে স্পেন এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পরাজিত হয়েছিল মরোক্কোর কাছে । কিন্তু মরোক্কোর বিজয়রথ এসে থেমে গেল ফ্রান্সের সামনে । মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স ।
বুধবার রাতে কাতারের রাজধানী দোহার আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মরোক্কো- ফ্রান্স । হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই । ম্যাচে ফ্রান্স ১৪ টি মরক্কো গোলের উদ্দেশ্যে শট নিয়েছে । অন্যদিকে মরোক্কো নিয়েছে ১৩ টি শট । ফ্রান্স তিনটি শট রেখেছিল গোলমুখে। যার দুটিতেই এসেছে সাফল্য । কিন্তু মরোক্কোর তিনটি গোলমুখে শটের কোনোটিতেই সাফল্য আসেনি । ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে থিও হার্নান্দেজের দারুণ এক শটে এগিয়ে যায় ফ্রান্স ।পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখেও সমতায় ফিরতে পারেননি হাকিমি- জিয়াচরা। উল্টো ৭৯ মিনিটে প্রতি আক্রমণে দ্বিতীয় গোল খেয়ে বসে মরক্কো । ব্যবধান দ্বিগুণ করেন রান্ডাল কোলো মুয়ানি । শেষ পর্যন্ত ২-০ লিড নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের ফুটবলাররা ।
কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড কোং এর সামনে শুধু লিওনেল মেসির আর্জেন্টিনা । রবিবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা । ফরাসিদের সামনে এখন ব্রাজিল ও ইতালির টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি। অন্যদিকে শনিবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও মরক্কো।।