এইদিন ওয়েবডেস্ক,দোহা (কাতার),১৮ ডিসেম্বর : বিশ্বকাপের প্রথমার্ধে ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা । কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ফ্রান্স । দ্বিতীয়ার্ধে তারা আর্জেন্টিনার দুই গোল পরিশোধ করে দেয় । ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে ।
লিওনেল মেসি প্রথম গোল করে ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ।আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল । খেলার ২৩ তম মিনিটে লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে দেন।এরপর ৩৬ মিনিটে আরেকটি গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর আর্জেন্টিনা ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ৷ কিন্তু বিরতি থেকে ফিরে এসে ফ্রান্সের কাইলিয়ান এমবাপ্পে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুবার গোল করে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল শোধ করেন ।
ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার বলের দখল ছিল ৫২ শতাংশ ।আলবিসেলেস্তে মোট ১২ টি শট নিয়েছেন । যার মধ্যে সাতটি লক্ষ্যে ছিল । অন্যদিকে ফ্রান্স ছয়টি শট নেয়,যার অর্ধেক ছিল লক্ষ্যে । ফ্রান্সের বিস্ময়কর প্রত্যাবর্তনের পর বিশ্বকাপ ফাইনাল অতিরিক্ত সময়ে চলে গেছে ।।