এইদিন ওয়েবডেস্ক,ব্রাসেলস,২৮ নভেম্বর : মরক্কোর কাছে জোড়া গোলে হারের পর উত্তপ্ত হয়ে উঠল বেলজিয়া । আর্জেন্টিনা, জার্মানির পরে এবার অপ্রত্যাশিতভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপীয় এই দেশটি । এদিকে রবিবার কাতারের দোহায় ম্যাচ শেষ হতেই ক্ষুব্ধ জনতা বেলজিয়ামের রাস্তায় বেড়িয়ে এসে তুমুল বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে । বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বেলজিয়ামের পুলিশ । এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, ‘দাঙ্গাকারীরা পাইরোটেকনিক উপাদান, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করে এবং হাইওয়েতে আগুন লাগিয়ে দেয় । এছাড়াও একজন সাংবাদিক আতশবাজির কারণে মুখে আঘাত পেয়ে আহত হয়েছেন। এই কারণেই পুলিশ সেখানে হস্তক্ষেপ করে এবং জলকামান মোতায়েন ও টিয়ার গ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে,রবিবার মরক্কোর কাছে পরাজয়ের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা বেধে যায় । পুলিশ উন্মত্ত জনতাকে শান্ত করতে গেলে পুলিশ-জনতা সংঘর্ষ শুরু হয় । শেষে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ । বেলজিয়ামের পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরে বলেছেন,’সন্ধ্যা ৭ টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে গেছে এবং উত্তেজনা রয়েছে এমন স্থানগুলিতে প্রতিরোধমূলক টহল জারি রাখা হয়েছে ।’
প্রসঙ্গত, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। মেগা টুর্নামেন্টে সেটিই ছিল তাদের সেরা পারফরম্যান্স। ফিফা র্যাংকিংয়েও দুই নম্বরে রয়েছে এই দেশটি। কিন্তু তাদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না বেলজিয়ামবাসী । ফলে মরক্কোর বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পরেই ক্ষোভে ফেটে পড়ে বেলজিয়ামের ফুটবল প্রেমী মানুষ ।।