এইদিন ওয়েবডেস্ক,দোহা,০১ ডিসেম্বর : শেষ ষোলোতে যেতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হত বেলজিয়ামকে । কিন্তু ম্যাচ ড্র করে গ্রুপ থেকেই বিদায় নিতে হল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় দলটিকে । বৃহস্পতিবার আহমদ বিন আলী স্টেডিয়ামে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে । অথচ এই বেলজিয়ামই গতবার রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল ।
মরক্কোর বিপক্ষে হেরে বেশ চাপে ছিল বেলজিয়াম। বিশ্বের দ্বিতীয় সেরা দলটির সামনে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না । মরক্কোর সঙ্গে বেলজিয়াম হেরে যাওয়ায় মূলত ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের মধ্যে এক দলের বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয় । আজ বেলজিয়াম জিতলে ক্রোয়েশিয়া বাদ পড়ত । কিন্তু এদিন বেলজিয়াম একাধিক গোলের সুযোগও তৈরি করেও হাতছাড়া করেছে ।
বাঁচামরার এই লড়াইয়ে কেভিন ডি ব্রুনাই শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেছিলেন । কিন্তু তার ক্রসগুলো মিস করে বারবারই বেলজিয়ামকে হতাশ করেছেন বেলজিয়ামের ফরোয়ার্ডরা । সবচেয়ে বেশি হতাশ করেছেন রোমেলু লুকাকু। বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকু দারুণ দুটো সুযোগ নষ্ট করেন। ৬০-৬৫ মিনিটের মধ্যে বেলজিয়াম ২ গোলে লিড নেয়ার সুযোগ পেয়েছিল। লুকাকুর ব্যর্থতায় সেটা আর হয়নি ।
ম্যাচের ৮৯ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়ে হতাশ করেন লুকাকু। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সে অরক্ষিত থাকা লুকাকু পা বাড়ালে অথবা হেড দিলেই গোল হয়ে যায়। কিন্তু সেখানে তার বুকে বল লেগে চলে যায় ক্রোশিয়ান গোলরক্ষকের হাতে । আর একের পর এক সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল বেলজিয়ামকে ।।