এইদিন ওয়েবডেস্ক,দোহা,১০ ডিসেম্বর : ব্রাজিলের পর আর্জেন্টিনাকে নিয়েও সংশয় জেগেছিল । শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় উতরে গেলেন লিওনেল মেসিরা । পেনাল্টি শ্যুটআউটে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ল্যাটিন আমেরিকার শেষ প্রতিনিধি আর্জেন্টিনা । জায়ান্ট কিলার ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে তারা ।
কার্যত ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচের পুনরাবৃত্তি হতে দেখা যায় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে । দুই অর্ধ মিলে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা ৷ ওই দুই গোলেই ছিল মেসির ভূমিকা । ম্যাচের প্রথমার্ধে সতীর্থ মোলিনাকে দিয়ে করিয়েছেন প্রথম গোল। বিরতি থেকে ফিরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি ।
মনে হচ্ছিল আর হয়তো দাঁড়াতে পারবে না লুইস ফন গালের দল। কিন্তু হারার আগে হারল না তারা । ম্যাচের ৮২ মিনিটের পর থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে নেদারল্যান্ডস। শেষ দিকে পরপর দুই গোল করে সমতায় ফেরে ডাচ শিবির । নির্ধারিত ৯০ মিনিটে স্কোর দাঁড়ায় ২-২ । অতিরিক্ত ৩০ মিনিটেও ফয়সালা হয়নি । শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ম্যাচের নিষ্পত্তি হয় ।
পেনাল্টিতে নেদারল্যান্ডসের প্রথম দুই শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক । পরেরটিও মিস করে নেদারল্যান্ডস । আর্জেন্টিনার চার নম্বর পেনাল্টি এঞ্জে মার্টিনেজ পোস্টের বাইরে মারায় আশা জাগে ডাচদের । কিন্তু পঞ্চম শটে গোল করে ডাচদের বিদায় নিশ্চিত করে দেন লাওতারো মার্টিনেজ ।।