এইদিন ওয়েবডেস্ক,দোহা,১৪ ডিসেম্বর : ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২-এর সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা । মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেজ । দীর্ঘ ৩৬ বছর পর ফের একবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে । দিয়াগো মারাদোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ।
মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে ক্রোয়েশিয়া । ক্রোয়েশিয়ার ৬৫ শতাংশের বিপরীতে মেসিরা তখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছিল । কিন্তু তারা কোনো বলই জড়াতে পারেনি আলবিসেলেস্তেদের জালে । অন্যদিকে ম্যাচের ৬৯ মিনিটের মধ্যে তাদের জালে ৩ গোল জড়িয়ে রাশিয়া বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেয় মেসিরা । ২০১৮ সালে গ্রুপ পর্বের ম্যাচে লুকা মদ্রিচরা ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে ।
এবারের সেমিফাইনালে ক্রোয়েশিয়ানদের ১২ শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে ছিল । তবে তা গোলে রুপান্তরিত হয়নি । অন্যদিকে আর্জেন্টিনার নেওয়া ৯ শটের ৭টিই ছিল লক্ষ্য বরাবর । ম্যাচের ২৫ মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় আর্জেন্টিনা। অবশ্য ডি-বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের শট সে যাত্রায় ফিরিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন লিভাকোভিচ । এরপর ম্যাচের ৩২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি । ম্যাচের ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে ক্রোয়াটদের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ ।
বিরতির আগে পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা । বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে আলভারেজ আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন । পাল্টা আক্রমণে ডানপ্রান্ত থেকে বল নিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন ডি-বক্সে থাকা আলভারেজকে। নিঁখুত শটে তিনি পরাস্ত করেন লিভাকোভিচকে। আগামী ১৮ ডিসেম্বর ফ্রান্স-মরক্কোর মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের খেলাটি হতে চলেছে ৷ ওই খেলায় বিজয়ী দলের সঙ্গে মুখোমুখি হবে আর্জেন্টিনা ।।