এইদিন ওয়েবডেস্ক,দোহা,৩০ নভেম্বর : ‘বি’ গ্রুপের ম্যাচে ইরানকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল আমেরিকা । সোমবার আল থুমামা স্টেডিয়ামে এই খেলায় যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ইরান । প্রথমার্ধের শেষ দিকে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ান পুলসিকে । আট বছর এবং পাঁচ ম্যাচ পর বিশ্বকাপে ম্যাচ জয়ের স্বাদ পেল তারা । শেষ ষোলোয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ।
শুরুর দশ মিনিট ব্যাপক দাপট দেখিয়েছিল ইরান । তবে একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র । কিন্তু ইরানের গোলরক্ষকের তৎপরতায় তখনকার মত গোল করতে সমর্থ হননি পুলসিকে । যুক্তরাষ্ট্রের সামনে ফের ২৮ মিনিটের মাথায় গোলের সূযোগ আসে । তবে সেই সূযোগও কাজে আসেনি । শেষে ৩৮তম মিনিটে একটি সূযোগ কাজে লাগাতে সমর্থ হয় মার্কিনরা । ওয়েস্টন ম্যাককেনির ক্রসে সের্জিনো দেস্ত হেড করে বল ছয় গজ বক্সে বাড়িয়ে দেন । তারপর দূর্দান্ত ভলিতে ইরানের গোলের জালে বল জড়িয়ে দেন পুলসিক। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আমেরিকা ।
এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইরান ৷ ৫২তম মিনিটে একটি সূযোগও আসে তাদের সামনে । কিন্তু সেই সূযোগ তারা কাজে লাগাতে পারেনি । এরপর অতিরিক্ত সময়ে আরও একটি ভালো সূযোগ পায় তারা । তবে মোর্তেজা পুরালিগাঞ্জির ডাইভিং হেড লক্ষ্যে থাকেনি । শেষ পর্যন্ত আমেরিকার কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে তাদের মাঠ ছাড়তে হয় ।।